আপনি কি বাংলা ভাষায় সি এস এস এর পূর্ণাঙ্গ টিউটোরিয়াল খুঁজছেন?

আপনি ইংরেজিতে খুব বেশি দক্ষ নন , আপনার লেখাপড়া টেকনোলজি ভিত্তিক নয়; কিন্তু আপনি ওয়েব ডেভল্পমেন্ট শিখতে আগ্রহী। কারণ বর্তমানে ওয়েব ডেভল্পমেন্ট শিখে ফ্রিল্যান্সিং করে এবং ব্যাক্তিগতভাবে বিভিন্ন ধরণের প্রজেক্টে কাজ করে ভাল ক্যারিয়ার গড়া সম্ভব। ওয়েবে ওয়েব ডেভলপমেন্ট এর উপর অনেক ভাল ভাল টিউটোরিয়াল থাকলেও আপনি সর্বোচ্চ সুবিধা নিতে পারছেন না।cssindex শেখার কোন ভাল উৎস পাচ্ছেনা তাই আপনি কি হতাস?। আপনার আগ্রহকে আমরা শ্রদ্ধা করি, আমরা আপনার সেবার জন্যই কাজ করে যাচ্ছি। টিউটোহোস্ট আপনাদের মত নতুন আগ্রহীদের জন্য সহজ বাংলা ভাষায় মানসম্মত প্রজেক্টভিত্তিক টিউটোরিয়াল এবং ই-বুক প্রকাশের উদ্দগ নিয়েছে। ইতোমধ্যেই HTML এবং WordPress এর উপর ই-বুক প্রকাশিত হয়েছে । ই- বুক সমূহ এখান থেকে ডাউনলোড করুন। পি এইচ পি , জাভাস্ক্রিপ্ট, জে কোয়েরি, জুমলা, এইচ টি এম এল ৫, সি এস এস ৩ এর মত এডভান্স বিষয়ের উপর বাংলাভাষায় সহজ টিউটোরিয়াল তৈরির জন্য টিউটো হোস্টের প্রোগ্রামারগণ কাজ করে যাচ্ছে। সি এস এস এর উপর টিউটোরিয়াল তৈরি সুসম্পন্ন হয়েছে এবং ই-বুক তৈরির কাজ চলছে। আজ আপনাদের জন্য সি এস এস এর ইনডেক্স প্রকাশ করলাম। এতে একটি পূর্ণাঙ্গ নেভিগেশন বার এবং একটি আকর্ষণীয় ইমেজ গ্যালারী তৈরির প্রজেক্ট অন্তর্ভূক্ত রয়েছে।

সি এস এস এর সকল বাংলা টিউটোরিয়াল

7 thoughts on “আপনি কি বাংলা ভাষায় সি এস এস এর পূর্ণাঙ্গ টিউটোরিয়াল খুঁজছেন?”

  1. অসীম কুমার দাদা আমি আপনার টিউটোরিয়াল গুলো পড়েছি। আমার কাছে খুব ভালো লেগেছে। অনেক সময় টাকার সমস্যার কারণে ইন্টারনেট প্যাকেজ নিতে পারিনা। তাই বলছিলাম যে, আপনার টিউটোরিয়ালগুলোর যদি একটি ই-বুক থাকতো তাহলে আমাদের জন্য খুব উপকার হতো। আপনার লেখা খুব ভালো লেগেছে। আপনার পারসোনাল ই-মেইল আইডি এবং ফেইসবুক একাউন্ট জানতে চাইছি। যাতে করে আপনার সাথে যোগাযোগ করতে পারি। ভালো থাকবেন দাদা।

  2. শাকির আহমাদ

    পোষ্টের ভিতরে এই “ই- বুক সমূহ এখান থেকে ডাউনলোড করুন” লিঙ্কটি কাজ করছেনা।

  3. অসিম ভাই,আপনার cssটিউটোরিয়ালগুলোর যদি একটি ই-বুক থাকতো তাহলে আমা্র জন্য খুব উপকার হতো।

Leave a Comment