এভাবেই গুগল নেক্সাসে মুভি ব্রাউজ করা যাবে।



গুগল ম্যাপঃ
নেক্সাস ৭ এ 3D গুগল ম্যাপ খুব ভালভাবেই রেন্ডার করছে।

পিছনের এই ডিজাইনে নেক্সাস ধরে রাখতেও সাহায্য করবে।
অ্যাইপ্যাড এবং নেক্সাস ৭ পাশা পাশি।
বক্সে নেক্সাস।
বাটারের মতো গতি
জেলি বিনের সাথে গুগল এন্ড্রয়েড দিচ্ছে আরো নতুন কিছু ফিচার, ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দিতে পারে এই নতুন নতুন ফিচার যাকে বাটার বলে অভিহিত করা হচ্ছে। প্রথমত অ্যানিমেশন, এখন থেকে এপস পরিবর্তন করতে পারবেন ৬০ ফ্রেম পার সেকেন্ডে। আপনি এই পরিবর্তনটা সাথে সাথেই ধরতে পারবেন না। যদি নেক্সাস ৭ ব্যবহার করার পর আইস ক্রিম স্যান্ডউইচ ট্যাবলেট ব্যবহার করেন তাহলেই এর পরিবর্তনটা আপনার চোখে পড়বে।
এছাড়াও এন্ড্রয়েড এখন আপনি কোথায় টাচ করে কাজ করবেন তা আগেই বলে দিতে পারবে।
মিডিয়া মেশিন
আশা করা যাচ্ছে নেক্সাস ৭ হবে অন্যতম সেরা একটি মিডিয়া ডিভাইস। নেক্সাস ৭ এ আছে অসাধারণ ভিডিও প্লেয়ার। মুভি দেখার স্বাধও বদলে দিতে পারে আপনার। তবে আইপ্যাডের রেটিনা ডিসপ্লের মতো এত পরিস্কার না হলেও আপনার কাজ চলে যাবে।
নেক্সাস ৭ এ বই পড়ে ভালই মজা পাবেন তবে জুম করলে কিছুটা ঘোলা দেখা যায়। যাই হোক ভিউ টেক্সট অপশন আপনাকে দিবে এডভান্স স্মুথ গতি এবং ফটোও দেখতে গ্রেট।
গান শুনেও অনেক মজা পাবেন তবে আই টিউনের মতো না হলেও অনেকটাই ভাল। আর স্পিকার একট বিকট টাইপ মানে সাউন্ড অনেক বেশি।
গুগলের সার্চ এপস আরো আপগ্রেড করা হয়েছে, ভয়েস সার্চও অনেক উন্নতি হয়েছে।
সব মিলিয়ে নেক্সাস ৭
নেক্সাস ৭ আইপ্যাডের মতো অনেক বড় না হলেও ট্যাবলেট হিসেবে কোন ভুল পাওয়া যাবে না। মিডিয়া ডিভাইস হিসেবে এন্ড্রয়েডের মধ্যে সব চেয়ে সেরা এই নেক্সাস। অনেক ক্ষেত্রেই আইপ্যাডের সাথে টেক্কা দিয়েছে নেক্সাস।
যাইহোক, আইপ্যাডের মূল্য ৩০০ ডলার কি আসলেই যোগ্য নেক্সাস ৭ এর সামনে? সাথে থাকছে সুপার স্ক্রিন, মিউজিক ক্যাটালগ এবং এপস সিলেকশন। ঠিক এই দামেই পাচ্ছেন নেক্সাস ৭ + ৭৫ HD মুভি , ১৫০ টিভি এপিসড, ২৩২ গান, ২৩ বই অথবা ৭৫ এবং ৩০০ ম্যাগাজিন।
নেক্সাস ৭ হয়তো সেরা ট্যাবলেট নয় তবে এর কম মূল্য অবশ্যই মানুষকে দিবে সন্তুষ্টি। বেশিরভাগ মানুষের কাছেই নেক্সাস মনে হচ্ছে ভালর চেয়েও বেশি কিছু। তাই আপনারটি সংগ্রহ করার সিদ্ধান্ত আপনারই।
এটাতো গেলো দেশের বাইরের কথা। আমাদের দেশে আসছে কবে? আমাদের দেশে হয়তো কিছু বেশি মূল্যে কিনতে হবে তবে আমার কাছে মনে হয় হয়তো গরিবের বন্ধু গুগলের সাহায্যেই আমাদের মতো গরিব দেশের মানুষ ট্যাবলেট ব্যবহারের সুযোগ পাবে।
সবার জন্য শুভ কামনা রইল।
অনেক দিনের শখ, একটা টেবলেট কেনার, স্বাধ থাকলেও সাধ্য নেই। এটি কি বাংলাদেশের বাজারে ১৬ হাজারে পাওয়া যাবে, গেলে কবে, কোথায়?
কিছু সময়তো লাগবেই। তবে এই বছর নাগাদ পাওয়া যাবে নাকি তাই হলো দেখার বিষয়। 🙂
অসাধারন। ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ। 🙂
এটা কি বাজারে এসেছে? যদি না এসে থাকে তাহলে ‘review’ করলেন কিভাবে? ‘preview’ বলে একটা শব্দ আছে জানতাম…
হুম আপনার কথাটা হয়তো ঠিক। তবে আমি ইংরেজি ব্লগ থেকে যা পেয়েছি তাই লিখে দিয়েছি। 🙂