এন্ড্রয়েডের নতুন ভার্শন জেলি বিন ৪.১ এর আপডেট রিভিউ

পরিচিত ইন্টারফেসঃ
বাহ্যিকভাবে জেলি বিনকে আইস ক্রিম স্যান্ডউইচের মতই মনে হয়।


এডভান্স কীবোর্ডঃ
জেলি বিন কীবোর্ড আপনি কিভাবে টাইপ করেন তা মনে রাখবে।


অফলাইন সুবিধাঃ
আপনি যদি কোন লোকেশনের ম্যাপ ডাউনলোড করে রাখতে চান তাহলে সেই সুযোগ এখন থেকে পাচ্ছেন। অফলাইন ম্যাপ পরে যেখানে সেলফোনের সিগন্যাল না পাওয়া যায় সেখানে ব্যবহার করতে পারবেন।
তবে এই সুযোগ অন্যান্য এন্ড্রয়েডে ফোন যেমন ২.২ অথবা এর চেয়ে পরের ভার্শনেও পাওয়া যাবে এখন থেকে।


আপনার লোকেশন সিলেক্ট করুন। তারপর ডাউনলোড করে নিন।


সব সময়ের জন্য সেভঃ

আপনি যখন কোন ম্যাপ লোকেশন ডাউনলোড করার জন্য ক্লিক করবেন তখন অনেকটা নিচের ছবির  মতো সেভ হবে।


ভয়েস সার্চঃ
গুগল ভয়েস সার্চ এখানেও কাজ করে।


খেলার স্কোরঃ
গুগল আপনাকে এবার বিস্তারিত ফলাফল দিবে আপনার পছন্দের খেলার।


নির্দিষ্ট বস্তু খুজে দিবে গুগলঃ
আপনি নির্দিষ্ট কোন কিছু খুজতেছেন? গুগল এবার আপনাকে সেই সহযোগিতা করবে। যেমন আপনি যদি আই প্যাড কোথায় পাওয়া যাবে জানতে চান তাহলে গুগল আপনাকে কাছের মার্কেট সাজেশন করে দিবে।


Beam Me Up

এন্ড্রয়েড বিম এবার জেলি বিনে ছবি আর ভিডিও ট্রান্সফার সাপোর্ট করছে।


ইম্প্রুভড নোটিফিকেশনঃ

জেলি বিনের নোটিফিকেশন অনেক ইম্প্রুভ করা হয়েছে। ইমেইল প্রিভিউ, রিটার্ন কল এবং টেক্সট নোটিফিকেশন পাওয়া যাবে ট্রে আইকনে।


স্মুথ অপারেটর

জেলি বিনের সাথে প্রজেক্ট বাটার নামের আরকেটি ফিচার সম্পর্কে গুজব শোনা যাচ্ছে। এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যা আপনার এন্ড্রয়েড ফোনকে দিবে দুর্দান্ত গতি। প্রজেক্ট বাটার সব কিছুকে করবে স্মুথ আর গতি সম্পন্ন, অনেকটা বাটার বা মাখনের মতো।

যেখানে খুশি উইগেটস সাজান

জেলি বিনের উইগেট যেখানে খুশি সেখানে সাজানো যায় বা রিসাইজ করা যায়। যদি আপনি কোন মেনুকে ড্রপ করে অন্য কোথাও পরিবর্তন করতে চান তাহলে শুদু ড্রাগ করে এনে ছেড়ে দিলেই সেখানে আইকন চলে আসবে। অনেক নিজের রুম সাজানোর মত।

আর আপনি যদি কিছু ডিলেট করতে চান তাহলে স্ক্রিনে সোয়াইপ করেই করতে পারবেন।

 

Google Now

গুগল নাউ সম্ভবত সব চেয়ে ইম্প্রেসিভ ফিচার জেলি বিনের। আপনি ফোনে কি কি করছেন তা  ট্র্যাক করবে গুগল তারপর আপনার সাথে যায় এমন তথ্যবহুল সুন্দর সুন্দর কার্ড ডিসপ্লে করবে।

যেমন, আমি যদি এখন কোন গেম খুজি তারপর যখন এটা শেষ হবে তখন গুগল স্কোর ডিসপ্লে করবে। স্পোর্টিং ইনভেন্ট তথ্য, আবহাওয়া তথ্য, আপনার আপয়েটমেন্ট মনে করিয়ে দিবে, আপনার ট্রাভেল তথ্য, ট্রেইন কখন ছাড়বে বা কখন বিমান ফ্লাইট এ সব কিছুই পাবেন গুগল নাউতে।

এছাড়াও আপনার কাছের জায়গার তথ্য সম্পর্কে জানতে পারবেন, আপনার বাড়ীর ট্রাফিক তথ্য, কখন আপনাকে বাড়িতে যেতে হবে, কারেন্সি সাহায্য এমনকি অন্য ভাষায় কথা বলতেও সাহায্য করবে এই গুগল নাউ।

এখন পর্যন্ত সেরা এন্ড্রয়েড ভার্শন

এন্ড্রয়েড ধীরে ধীরে পরিপূর্ণ হচ্ছে নতুন নতুন আপডেট রিলিজ করে। জেলি বিনও ব্যতিক্রম নয়। জেলি বিন সব দিক থেকেই অন্যান্য ভার্শন যেমন আইস ক্রিম স্যান্ড উইচ থেকে গতিসম্পন্ন।

সব স্মার্ট ফোনে এই জেলি বিন চালু হতে কত দিন লাগে তাই হলো দেখার বিষয়। নেক্সাস সিরিস ছাড়া অন্যান্য বেশিরভাগ ফোনই এখনও জিঞ্জারব্রেডে আটকে আছে।

 

আপনি জেলি বিন নিয়ে কি ভাবেন? সামনের ভার্শনগুলোতে কি কি ফিচার আশা করেন? আপনার মতামত জানান মন্তব্যে।

 

 

 

2 thoughts on “এন্ড্রয়েডের নতুন ভার্শন জেলি বিন ৪.১ এর আপডেট রিভিউ”

  1. “বাহ্যিকভাবে জেলি বিনকে আইস ক্রিম স্যান্ডউইচের মতই মনে হয়।”

    প্রথম লাইন পড়ে আমার মতো যারা এন্ডয়েড ব্যবহার করে না
    তারা হয়তো কোন জেলী কোম্পানীর রিভিউ মনে করতে পারেন। 😛

    যাই হোক, রিভিউটি বেশ সুন্দর হয়েছে।

Leave a Comment