জাভাস্ক্রিপ্ট কি ওয়ার্ড সমূহ – জাভাস্ক্রিপ্ট (পর্ব-১২)

জাভাস্ক্রিপ্ট এর স্টেটমেন্ট সমূহে বেশ কিছু সাধারণ ওয়ার্ড ব্যবহৃত হয়, যেগুলো দ্বারা জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্ট সমূহ কম্পাইল হয়। জাভাস্ক্রিপ্ট কি ওয়ার্ড সমূহ সম্পর্কে একজন প্রোগ্রামারের ভাল ধারণা থাকা উচিৎ।কারণ এই কি ওয়ার্ড সমূহ কোন অবজেক্ট, ভেরিয়েবল নেম, ফাংশন নেম হিসেবে ব্যবহার করা যায় না।


জাভাস্ক্রিপ্ট কি ওয়ার্ড সমূহ

Abstract, Boolean, break, byte, case, catch, char, class, const, continue, debugger, default, delete, do, double, else, enum, export, extends, false, final, finally, float, for, function, goto, if, implements, import, in, instanceof, int, interface, long, native, new, null, package, private, protected, public, return, short, static, super, switch, synchronized, this, throw, throws, transient, true, try, typeof, var, void, volatile, while, with.

অনুশীলন প্রজেক্ট

[sourcecode language=”js”]
<html>
<head>
<title>www.tutorialbd.com</title>
<style>
body{background: #000}
</style>
<script type="text/javascript">
</script>
</head>
<body>

<h1>
<script language="JavaScript1.2">
var message="Welcome to www.tutorialbd.com"
var neonbasecolor="green"
var neontextcolor="red"
var flashspeed=100
var n=0
if (document.all||document.getElementById){
document.write(‘<font color="’+neonbasecolor+’">’)
for (m=0;m<message.length;m++)
document.write(‘<span id="neonlight’+m+’">’+message.charAt(m)+'</span>’)
document.write(‘</font>’)
}
else
document.write(message)
function crossref(number){
var crossobj=document.all? eval("document.all.neonlight"+number) : document.getElementById("neonlight"+number)
return crossobj
}
function neon(){
if (n==0){
for (m=0;m<message.length;m++)
crossref(m).style.color=neonbasecolor
}
crossref(n).style.color=neontextcolor
if (n<message.length-1)
n++
else{
n=0
clearInterval(flashing)
setTimeout("beginneon()",1500)
return
}
}
function beginneon(){
if (document.all||document.getElementById)
flashing=setInterval("neon()",flashspeed)
}
beginneon()
</script>
</h1>
</body>
</html>
[/sourcecode]

একটা নোটপ্যাড open করে উপরের code টুকু লিখে file মেনু থেকে Save as এ ক্লিক করে File name: index.html , Save as type : All files, দিয়ে save করে index.html ফাইলটি Mozilla Firefox দিয়ে open করলে নিচে প্রদর্শিত ছবির মত দেখাবে।




উপরের প্রোগ্রামটিতে var, if, for, else, function, return ইত্যাদি কি ওয়ার্ড সমূহ ব্যবহার করা হয়েছে।

জাভাস্ক্রিপ্টের অন্যান্য টিউটোরিয়াল সমূহ :

Leave a Comment