আপনার হাতের স্পর্শে যে আসবাবপত্র জীবন্ত হয়ে উঠবে(ছবি ব্লগ)

ডিজাইনার NunoErin এমন কিছু ফার্নিচার সিরিজ তৈরি করেছেন যা আপনার হাতের স্পর্শে সারা দিবে। এই আসবাবপত্রের মধ্যে রয়েছে চেয়ার,বেঞ্চ এবং টেবিল তবে এই আসবাবপত্রগুলো সাধারণ অন্যান্য আসবাবপত্রের মত নয়। এর বিশেষত্ব হচ্ছে আপনার শরীরের স্পর্শে এই আসবাবপত্রও রিয়েক্ট করবে। ব্যবহারকারীরা ইচ্ছা করলেই আসবাবপত্রগুলোর বাহিরের আবরণে রঙ্গিন আলোয় রাঙ্গিয়ে দিতে পারবে একটু স্পর্শেই।

এখানে ব্যবহার করা হয়েছে ডায়মন্ড কালেকশন যা কিনা যে কোন বয়সের মানুষের দৃষ্টি আকর্ষণে সাহায্য করবে এবং নতুন এক অভিজ্ঞতার স্বাধ দিবে। এই আসবাব পত্রগুলো ডিজাইন করা হয়েছে সলিড সার্ফেস দিয়ে যা পরে আবার নতুন লাগানো যাবে এছাড়া বিভিন্ন কালারের অপশনতো থাকছেই।

চলুন দেখে নেই কিছু ছবি।

1. হাতের স্পর্শে দেখুন কেমন দুত্যি


2. যেন জীবন্ত!


3. অন্য রকম এক টেবিল।


4. আপনার সাথে সাথে আপনার ডিভাইসটিও কেমন উজ্জ্বল।


5. একটু বড় সাইজের বেঞ্চ।
কি চান নাকি এমন মজার আসবাবপত্র? হয়তো আমাদের দেশে এগুলো পাওয়া যেতে যেতে এর চেয়েও উন্নত প্রযুক্তি ততদিনে বের হয়ে যাবে। তবে তাতে কি? ছবি দেখতেতো আর সমস্যা নেই।

2 thoughts on “আপনার হাতের স্পর্শে যে আসবাবপত্র জীবন্ত হয়ে উঠবে(ছবি ব্লগ)”

Leave a Comment