১০টি অসাধারণ ওপেন সোর্স এবং ফ্রী সফটওয়্যার যা ফটোশপের বিকল্প(পর্ব-২)

আগের পোস্ট দেখুন এখানে।

4. ChocoFlop

এটা ডিজাইন এপ্লিকেশন যা কিনা বিশেষভাবে ম্যাকের জন্য তৈরি করা হয়েছে। অনেক ভাল ভাল ফিচার রয়েছে। সব সময় হয়তো এই সফটওয়্যার ফ্রী পাওয়া যাবে না তবে এখন ফ্রী রয়েছে।

 

 

5. Cinepaint

এই সফটওয়্যার মূলত ভিডিও এডিটর হিসেবে বেশি পরিচিত কিন্তু এর ইমেজ এডিটরও রয়েছে। তবে উইন্ডোজের জন্য কোন ভার্শন নেই।

6. Pixia

এই সফটওয়্যারটি মূলত জাপানীজ ছিল তবে এখন এর ইংলিশ ভার্শনও রয়েছে। কিছু ফিচার আছে হয়তো বুঝতে কষ্ট হবে তবে অনেক ভাল টিউটোরিয়ালও আছে। তাদের ওয়েব সাইট ভিজিট করলেই পারবেন আশা করি। এর উইন্ডোজ ভার্শনও রয়েছে।

7. Pixen

পিক্সেল আর্টিস্টদের জন্য বিশেষভাবে তৈরি এই সফটওয়্যার। তবে অন্যান্য ফিচারও রয়েছে। এটার শুধু ম্যাক ভার্শন রয়েছে।

 

8. Picnik

এটা ফ্লিকারের সাথে পার্টনারশিপ রয়েছে। ব্যাসিক সব ফিচারই এর রয়েছে।

 

9. Splashup

ওয়েব বেজড আরেকটি এপ্লিকেশন এটি। লেয়ার ফিচার অনেকটাই ফটোশপকেই মনে করিয়ে দিবে।

 

10. Adobe Photoshop Express

এটা এডোবের ফ্রী ওয়েব বেজড ফটো এডিটর। ব্যাসিক সব ফিচারই রয়েছে। তবে লেয়ার সুবিধা নেই।

 

আশা করি এই ফ্রী এবং ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করে আপনার কাজ চালিয়ে যেতে পারবেন। পাইরেসি মুক্ত থাকতে চেষ্টা করুন।

 

4 thoughts on “১০টি অসাধারণ ওপেন সোর্স এবং ফ্রী সফটওয়্যার যা ফটোশপের বিকল্প(পর্ব-২)”

Leave a Comment