স্টেটমেন্ট(Statement) – জাভাস্ক্রিপ্ট (পর্ব-৮)

জাভাস্ক্রিপ্টে স্টেটমেন্ট হচ্ছে ব্রাউজারের জন্য কার্যসম্পাদনের নির্দেশনা।প্রতিটি স্টেটমেন্ট এর শেষ নির্দেশ করা হয় (;) সেমিকলন চিহ্নের মাধ্যমে।যেমন document.write(“Welcome to www.tutorialbd.com”);। সেমিকলন না দিলেও প্রোগ্রাম কাজ করে, কিন্তু ভাল প্রোগ্রামিং এর জন্য সেমিকলন দেয়া উচিৎ। এছাড়া সেমিকলন ব্যবহারের মাধ্যমে একই লাইনে একাধিক স্টেটমেন্ট লেখা যায়। যেমন var greet=”Welcome to “;document.write(greet+”www.tutohost.com”);

অনুশীলন প্রজেক্ট

[sourcecode language=”js”]
<html>
<head>
<title> www.tutohost.com</title>
<style>
body{background: #FFC;
font-size:24px;}
</style>
</head>
<body>
<script type="text/javascript">
document.write("Welcome to www.tutorialbd.com <br />");
var greet="Welcome to ";document.write (greet+"www.tutohost.com");
</script>
</body>
</html>
[/sourcecode]

একটা নোটপ্যাড open করে উপরের code টুকু লিখে file মেনু থেকে Save as এ ক্লিক করে File name: index.html , Save as type : All files, দিয়ে save করে index.html ফাইলটি Mozilla Firefox দিয়ে open করলে নিচে প্রদর্শিত ছবির মত দেখাবে।


জাভাস্ক্রিপ্টের অন্যান্য টিউটোরিয়াল সমূহ :

জাভাস্ক্রিপ্ট কি ?(What is JavaScript)

জাভাস্ক্রিপ্ট কেন ব্যবহার করা হয়? (Why use JavaScript?)

প্রোগ্রাম লেখার পদ্ধতি(Method of writing program.)

এইচ টি এম এল এর সাথে যুক্ত করা (Connect with HTML)

এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট (External JavaScript)

জাভাস্ক্রিপ্টের প্রথম প্রোগ্রাম(First program of Javascript)

ওয়েব পেজে লেখা প্রদর্শন করতে জাভাস্ক্রিপ্ট কেন?

স্টেটমেন্ট (Statement)

Leave a Comment