১০টি অসাধারণ ওপেন সোর্স এবং ফ্রী সফটওয়্যার যা ফটোশপের বিকল্প(পর্ব-১)

এডোব ফটোশপ হলো প্রোফেশনাল ডিজাইনাদের জন্য প্রথম পছন্দ। তবে সব বড় বাধা হলো ফটোশপের দাম যা ফটোশপ ব্যবহার করাতে বড় বাধা। তবে সৌভাগ্যক্রমে এই রকম সফটওয়্যার অনেকগুলাই আছে যা ফ্রীতে পাওয়া যায়। ফ্রী দেখে ভাববেন না এগুলার কাজ ছোট বরং বলা যায় ওপেন সোর্স হওয়াতে এগুলা দিয়ে ফটোশপের চেয়েও অনেক ক্ষেত্রে বেশি সুবিধা পাওয়া যায়।

এখানে তেমন কিছু সফটওয়্যার শেয়ার করা হলো।

1. GIMP

গিম্প হলো সব চেয়ে পুরাতন এবং সুপরিচিত সফটওয়্যার। গিম্পে আপনি প্রায় সব ফিচারই পাবেন ফটোশপের মত। গিম্প ক্রস প্লাটফর্মে রয়েছে অনেক বড় কমিউনিটি।

যদি আপনার কাছে গিম্পের ফিচার যথেষ্ট মনে না হয় তবে গিম্পের মতো এবং ফটোশপের গঠনে রয়েছে GIMPShop

GIMP - screen shot.

 

2. Krita

এটা ২০০৬ সালে সেরা এপ্লিকেশন হিসেবে পুরস্কার পায়। এটা ফটোশপ বা গিম্পের মতো শক্তিশালী না হলেও অনেক ইউনিক ফিচার রয়েছে।

Krita - screen shot.

3. Paint.NET

মাইক্রোসফটের ডিফল্ট পেইন্ট প্রগ্রামের মত এই সফটওয়্যার। এটা উইন্ডোজে চালাতে পারবেন।

Paint.NET - screen shot.

বাকিগুলো পাবেন পরের পর্বে। আশা করি আপনাদের ভাল লাগবে।

ফ্রী সফটওয়্যার এর সাথেই থাকুন।

ধন্যবাদ সবাইকে।

 

 

 

Leave a Comment