৩ মে স্যামসাং নিয়ে আসছে তাদের পরবর্তী গ্যালাক্সি ফোন

স্যামসাং নিয়ে আসছে তাদের পরবর্তী গ্যালাক্সি স্মার্টফোন যা মে মাসের ৩ তারিখ লন্ডনে চালু করার সম্ভাবনা রয়েছে । এই ডিভাইসে নতুন কি কি সুবিধা থাকছে সে সম্পর্কে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।

বার্সালোনার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস গুজব ছড়িয়েছে যে,
প্রতিষ্ঠানটি Samsung Galaxy S III প্রকাশ করতে যাচ্ছে । কিন্তু স্যামসাং সিদ্ধান্ত নিয়েছে পরবর্তী কোন তারিখে এটি চালু করবে।
স্যামসাং যদি HTC থেকে Tegra 3 powerhouse এর শীর্ষে থাকতে চাই তবে যেভাবে হোক চাইবে সকলের দৃষ্টি আকর্ষন করে নতুন কিছু উপহার দিতে!
আপনি কেমন ফিচার চান Samsung Galaxy S III তে? কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

Leave a Comment