যেকোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর শেখার শুরুটা করতে হয় ঐ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা কোন লেখা প্রদর্শন করার মাধ্যমে।জাভামস্ক্রিপ্টের মাধ্যমে কোন লেখা প্রদর্শন করার জন্য <script type=”text/javascript”> </script> এর মধ্যে লেখতে হবে document.write(“Hello world.”); এর অনুরূপ। document.write(“Hello world.”); দ্বারা ব্রাউজারে Hello world. লেখাটি দেখা যাবে। document.write(“Hello world.”); এর যেখানে Hello world. লেখাটি রয়েছে সেখানে অন্য যে কোন টেক্সট লেখা যাবে।HTML এর বিভিন্ন ট্যাগও ব্যবহার করা যাবে। যেমন document.write(“<h1>Welcome to www.tutorialbd.com </h1>”); ।
অনুশীলন প্রজেক্ট
[sourcecode language=”js”]
<html>
<head>
<title>www.tutorialbd.com</title>
<style>
body{background: #FFC}
</style>
</head>
<body>
<script type="text/javascript">
document.write("<h1>Welcome to www.tutorialbd.com</h1>");
</script>
</body>
</html>
[/sourcecode]
একটা নোটপ্যাড open করে উপরের code টুকু লিখে file মেনু থেকে Save as এ ক্লিক করে File name: index.html , Save as type : All files, দিয়ে save করে index.html ফাইলটি Mozilla Firefox দিয়ে open করলে নিচে প্রদর্শিত ছবির মত দেখাবে।
Welcome to http://www.tutorialbd.com লেখাটা দেখায়না । কি সমস্যা?
ফেরদৌস ভাই, দেখুন আপডেট করা হয়েছে, এখন কাজ করবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।