হুয়াইট স্মোক-গ্রামার চেকার এবং স্পেল চেকার টুলস

ইংরেজীতে কিছু লিখতে গেলেই আমাদের অনেকেরই গ্রামাটিক্যাল এবং বানানগত কিছু ভুল হয়ে থাকে। আমারা জাতিগতভাবে বাঙ্গালী! ইংরেজি লেখা বা পড়ার চর্চা আমাদের দেশে খুবই সীমিত। শুধু পরীক্ষায় পাস করার জন্য কোন মতে আমরা ইংরেজি পড়ি। এটিই মূলত শুদ্ধভাবে ইংরেজি শিখতে না পারার কারন। অথচ এই ইংরেজিটা খুবই দরকারী ভাষা আমাদের জন্য।  চাকরির বাজার কিংবা অনলাইনের কাজ,- দুই ক্ষেত্রেই ইংরেজি জানাটা জরুরী।আমরা নিজে নিজে চেষ্টা করলেও ইংরেজির উন্নতি করতে পারি অনেকটা। এক্ষেত্রে অনেক সহযোগী সফটওয়্যার ও রয়েছে। এরকম একটি  সফটওয়্যার হুয়াইট স্মোক। ইংরেজি গ্রামার এবং স্পেল চেক এর ক্ষেত্রে এটি অনেক হেল্পফুল।

হুয়াইট স্মোক এ কাজ করবেন যেভাবে-
প্রথমে সফটওয়্যারটি(৪৭৯কেবি মাত্র) (এখান থেকে  নামিয়ে ট্রায়াল ভার্সন টেস্ট করে নিতে পারেন।)

আপনার কম্পিউটারে ইন্সটল করে নিন। ইন্সটলেশনের সময় নেট কনেকশন প্রয়োজন হবে কেননা এটি অনলাইন বেসড কাজ করে। এবার সফটওয়্যারটি ওপেন করে writer এ আপনি আপনার টেক্সট লিখতে পারেন অথবা সরাসরি কপি/পেস্ট করেও দিতে পারেন। এরপর চেক এ ক্লিক করুন। স্পেল ভুলগুলো লাল কালিতে, গ্রামার ভুলগুলো সবুজ কালিতে এবং স্টাইল নীল কালিতে দেখাবে নিচের মত-

প্রত্যকটা ভুল শব্দের উপর মাউস রাইট বাটন ক্লিক করলে শব্দটির সাথে সামাঞ্জস্যপূর্ণ অনেক শব্দের তালিকা দেখাবে। তালিকা থেকে কারেকশন করা যায়। এবার কারেকশন শেষে apply এ ক্লিক করে ফাইলটি সংরক্ষন করুন।
সফটওয়্যারটির সাহায্যে কয়েকটি ভাষার অনুবাদ করা যায় translator ট্যাব থেকে, নির্দিষ্ট শব্দ লিখে dictionary থেকে অন্য ভাষার শব্দে রূপান্তর  করা যায়। আশা করি আপনি আপনার ইংরেজি দুর্বলতা অনেকটা সারিয়ে নিতে পারবেন হুয়াইট স্মোক এর সাহায্যে।

1 thought on “হুয়াইট স্মোক-গ্রামার চেকার এবং স্পেল চেকার টুলস”

  1. আসসালামু আলাইকুম। নিলুফার ইয়াসমিন ম্যডাম আমি আপনার আর্টিকল পড়ে জানতে পারলাম খুব প্রয়োজনীয় একটি ‍সপ্টওয়্যারের কথা। আমি ডিাওনলোড করেছি, ইন্সটল করেছি এবং কাজও করতে পারছি আলহামদুল্নালিল্লাহ। প্রশ্ন হলো ‍এটাকে কিভাবে আজীবনের জন্য রেজিস্ট্রেশন করা যাবে ফ্রিতে। কিভাবে ক্র্যাক করে পারমান্টে করা যাবে সেটা যদি জানাতেন চির কৃতজ্ঞ থাকব।
    আপনার সাস্থ্য আপনার হাতে-গৃহ চিকিৎসা-free treatment

Leave a Comment