‘Call Me Maybe’ এই গানটি দেখা হয়েছে ১০০ মিলিয়নবার!!

যারা ইংরেজি গান শুনেন তাদের জন্য এটা বেশ মজার খবরই বলা যায়। ইউটিউবে ‘Call Me Maybe’ গানটি প্রায় ১২০ মিলিয়নবার দেখা হয়েছে। তবে খুব কম সময়েই সব চেয়ে বেশি দেখা হয়েছে এমন লিস্টে চলে এসেছে Carly Rae Jepsen এর  “Call Me Maybe”।

ইউটিউব ট্রেন্ডের হিসাব অনুযায়ী ফেব্রুয়ারিতে রিলিজ হওয়া এই গানটি এই মাসে ১০০ মিলিয়ন সংখ্যায় পা দেয়। আর এখন সেই সংখ্যা বেড়ে ১২০ মিলিয়নে পৌছে।

যদি এই সংখ্যা এভাবে বেড়ে যেতে থাকে তাহলে Carly Rae Jepsen এর  “Call Me Maybe” গানটি ইউটিউবের টপ ৩০ মোস্ট ভিউ মিউজিক ভিডিও লিস্টে জায়গা করে নিবে। যাইহোক কানাডিয়ান শিল্পী Pitbull এর “I Know You Want Me (Calle Ocho)” গানটি মনে হচ্ছে সেরা ৩০ লিস্টে জায়গা করে নিবে যা এখন পর্যন্ত ২০৮ মিলিয়নবার দেখা হয়েছে।

Call Me Maybe গানটিতে দেখা যায় মেয়েটি ছেলেকে দূর থেকে অনেক পছন্দ করে। সাহসের অভাবে কিছু বলতে পারে না। বন্ধুদের সহায়তায় ছেলেটির সাথে কথা বলার সুযোগ পায় মেয়েটি। তবে ছেলের সাথে পরিচিত হওয়ার পর বড় রকমের ধাক্কা খায় মেয়েটি।

আমার মনে হয় আপনারাও সেই একই ধাক্কা খাবেন। তাই গানটি দেখে ফেলুন।

 

Leave a Comment