জুমলা টিউটোরিয়াল – এগারঃ ক্যাটাগরী পরিচালনা

জুমলার এই পর্বে সবাইকে স্বাগতম। পূর্বের পর্বে জুমলায় মেনু তৈরী পরিচালনার জন্য মেনু ম্যানেজার এর পরিচয় করানো হয়েছে এবং এর ব্যবহার দেখানো হয়েছে। আজকের পর্বে সাইটে কন্টেন্ট সংযোজনের জন্য বিভিন্ন ক্যাটাগরির ব্যবহার এবং এর তৈরী প্রক্রিয়া বর্ণনা করা হবে। জুমলায় ক্যাটাগরি তৈরী এবং পরিচালনা করা হয় Category Manager  অংশ থেকে।

এখন Category Manager এর সাথে পরিচিত হব। অন্যান্য ম্যানেজারের মত এটিও এডমিন প্যানেল থেকে পরিচালনা করা হয়। তাই প্রথমেই এডমিন প্যানেলে লগিন করে Category Manager এ ক্লিক করুন।

আপনার সাইটে তৈরী করা সকল ক্যাটাগরী এখানে প্রদর্শিত হবে। যদি আপনি স্যাম্পল ডাটা ইনস্টল না করে থাকেন তাহলে ডিফল্টভাবে শুধুমাত্র Uncategorized নামক একটি পূর্বের থেকে তৈরী ক্যাটাগরি দেখতে পাবেন।

আর যদি স্যাম্পল ডাটা ইনস্টল করে থাকেন তবে পূর্বে থেকে তৈরী অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারবেন।

এখান থেকে আপনি যেকোন ক্যাটাগরি প্রয়োজনমত পরিবর্তন করতে পারবেন অথবা তৈরী বা মুছে ফেলত পারবেন। যদি কোন ক্যাটাগরি মুছে ফেলতে চান তাহলে ক্যাটাগরিটির বামপাশে থাকা চেকবক্সটি ক্লিক করে চেক করে Trash এ ক্লিক করুন।

আর যদি কোন ক্যাটাগরি পরিবর্তন করতে চান তাহলে সেই ক্যাটাগরিতে ক্লিক করলেই ক্যাটাগরির যেকোন পরিবর্তন করতে পারবেন। তবে পরিবর্তন করা শেষে Save & Close এ ক্লিক করতে হবে।

এখন আমরা একটি ক্যাটাগরি তৈরী করব।

ক্যাটাগরি তৈরী করার জন্য প্রথমেই Category Manager এর মধ্যে New এ ক্লিক করুন। নতুন একটি ক্যাটাগরি তৈরীর তথ্যপূরনের ফর্ম পাবেন।

এখানে ডানপাশের অংশে Title এ ক্যাটাগরির নাম দিন। যদি ক্যাটাগরির কোন Parent Category রাখতে চান তাহলে তা Parent থেকে নির্বাচন করুন। Access অংশ থেকে নির্বার্চন করুন কাদের জন্য ক্যাটাগরিটি উন্মুক্ত থাকবে, Permission অংশে ক্লিক করে তা বিস্তারিতভাবে নির্দিষ্ট করে দিতে পারেন। Alias এবং Description নিজের সুবিধামত দিন।

বামপাশের অংশে আরো কিছু বিষয় নিজথেকে নির্দিষ্ট করে দিতে পারেন যেমন এসইও এর জন্য আলাদা মেটা ট্যাগ যোগ করতে পারেন Metadata Option এ।

ক্যাটাগরির জন্য প্রয়োজনীয় তথ্যপ্রদান শেষ হলে ক্যাটাগরির তৈরী সম্পন্ন করার জন্য Save & Close এ ক্লিক করুন।

এরপর আপনি আপনার তৈরীকৃত ক্যাটাগরিটি Category Manager এর অধীনে দেখতে পাবেন।

আর যদি ক্যাটাগরিটি পরিবর্তন করতে চান তাহলে পূর্ব বর্ণনানুযায় পরিবর্তন করতে পারবেন ক্যাটাগরিটিতে ক্লিক করেই।

1 thought on “জুমলা টিউটোরিয়াল – এগারঃ ক্যাটাগরী পরিচালনা”

Leave a Comment