“এংরি বার্ড” নির্মাতা রবিও নিয়ে আসছে তাদের পরবর্তী গেম “এমাজিং অ্যালেক্স”

রবিও এনটারটেনমেন্ট, যা জনপ্রিয় “Angry Birds” গেম এর প্রতিষ্ঠাতা, জানিয়েছে তারা তাদের পরবর্তি গেম বাজারে নিয়ে আসছে।  মোবাইল ভিত্তিক এই গেমের নাম “Amazing Alex“।


শিরোনামটি “Casey’s Contraption,” ই রিব্র্যান্ড করছে যেটা এই মাসের শুরুরে রবিও কিনে নিয়েছে ডেভেলপার  Noel Llopis এবং Miguel A. Friginal এর কাছ থেকে।
রবিও এসইও মাইকেল হেড  Finnish TV station Yle কে বলেন এই নতুন  গেম এ শিক্ষনীয় উপাদান রয়েছে যার প্রধান চরিত্রের নাম অ্যালেক্স, কৌতুহলী এক তরুন যে গড়তে ভালবাসেন । শিরোনামটি আগামী দুই মাসের মধ্যে মুক্তি দেয়া হবে বলে আশা করা হচ্ছে।

“Casey’s Contraptions” “Angry Birds” er মত আরেকটি পদার্থ বিদ্যা ভিত্তিক গেম।

গেমটিতে রুব গোল্ডবার্গ মেশিনের মত ফিচার তৈরি করা হয়েছে যা বেলুন, সসার বল, কাঁচি এবং বালতি ইত্যাদির সমন্বয়ে তৈরি।

রবিও আরও জানান এংরি বার্ড গত সপ্তাহে বিলিয়ন সংখ্যক বার ডাউনলোড হয়েছে। ২০০৯ সালে এই গেমটি প্রথম রিলিজ দেয়। এর সর্বশেষ ভার্সন হল “Angry Birds Space” ।

Leave a Comment