ফেইসবুক টাইমলাইনে এপ্সে “action links” যুক্ত করেছে!

ফেইসবুক কর্তৃপক্ষ  গত বুধবার ঘোষণা দিয়েছে তারা টাইমলাইনে “action links” হিসেবে নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে!

কোন একটি খাবারের রেসিপি অথবা পন্য লাইক করার পরিবর্তে এখন আপনি চাইলে Open Graph apps এর মাধ্যমে “Save this Recipe” অথবা “Fave this Product”তে  ক্লিক করতে পারবেন।
কোন ফ্রেন্ড চাইলে এটই তার টাইমলাইনেও নিয়ে যেতে পারবে। আপনি চাইলে ওই পেইজের অবস্থানটি মনে রাখার জন্য “Save this Place.” হিসেবে রিমাইন্ডার দিইয়ে রাখতে পারেন।

Alex Wyler প্রতিষ্ঠানটির ব্লগে বলেন- These customizable links provide another way for people to do something within your app when your Open Graph stories appear in news feed, timeline or ticker.
তিনি আরো বলেন- এই এপ্সটি একজনের কর্মকান্ডের সাথে অন্যের কর্মকান্ড সম্পৃক্ত করবে।  ইতোমধ্যে ফেইসবুক কর্তৃপক্ষ একটি পেইজ যুক্ত করেছে যেখানে দেখানো হয়েছে কিভাবে ডেভেলপাররা এই এপ্সটি যুক্ত করেছেন।পেইজটি দেখুন এখানে
একশন লিঙ্ক যুক্ত করার মাধ্যমে পারস্পরিক যোগাযোগে আরো বেশি উতসাহিত করবে? আপনি কি মনে করেন এর মাধ্যমে ফব Open Graph apps এর মাধ্যমে উপকৃত হবে? কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

Leave a Comment