প্লে স্টেশন ভিটার জন্য স্কাইপ অ্যাপস

সনির গেমপণ্য প্লে স্টেশন ভিটা ভিডিও কল এবং কলের সেবা প্রধানের উদ্দেশ্যে স্কাইপ অ্যাপস যুক্ত করেছে ।


বিনামূল্যে অ্যাপসটি মঙ্গলবার থেকে উত্তর আমেরিকা এবং বুধবার  থেকে ইউরোপ এবং এশিয়ার সকল  প্লে স্টেশনে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এটি প্লেস্টেশন ভিটার দুটি সংস্করণ থ্রিজি এবং ওয়াই-ফাই উভয় মডেলের জন্য কাজ করবে। স্কাইপ অ্যাপসটির ভিডিও কল এর জন্য ডিভাইসের সামনে এবং পিছনের উভয় ক্যামেরা ব্যবহার করা যাবে।

অ্যাপসটি “ব্যকগ্রাউন্ড মোড,”এ চালানো যাবে এর ফলে প্রয়োজনে ব্যবহারকারীরা খেলা পজ রাখতে পারবে, এবং কথা বলার সময়েও গেম  চালিয়ে  নিতে পারবে। সকল স্কাইপ ব্যবহারকারীরা নিজেদের মধ্যে কল আদান প্রদান করতে পারবে।

যেহেতু এটা “ব্যকগ্রাউন্ড মোড,”এ থাকবে,  ভিটা যখন স্লিপ মোডে থাকবে তখন স্কাইপ কলের ব্যাপারে এলার্ট থাকবে।

gamer Fatal1ty (Johnathan Wendel)  অ্যাপসের নতুন নতুন ফিচারগুলো সম্পর্কে বলেন  স্কাইপ ব্লগে

Leave a Comment