ফেসবুকে এখন ৯০১ মিলিয়ন ব্যবহারকারী পূর্ণ হয়েছে!

গত সোমবার ফেসবুক ৯০১ মিলিয়ন ব্যবহারকারী পূর্ণ হয়েছে বলে ঘোষণা দিল, ফলে এই বছরের শেষ দিকে ১ বিলিয়ন ব্যবহারকারী পাওয়া যাবে বলে ধারণা করা যাচ্ছে।

ফেসবুকে প্রতিদিন ৩.২ বিলিয়ন কমেন্ট হয় প্রায় এবং ৩০০ মিলিয়ন নতুন ফটো আপলোড হয়। ঐ রিপোর্টে আরো বলা হয় ১২৫ বিলিয়ন ফ্রেন্ডশিপ রয়েছে। ৯০১ মিলিয়নের মধ্যে এক্টিভ ব্যবহারকারী ছিল গত মার্চে প্রায় ৫২৬ মিলিয়ন যারা প্রতিদিন ফেসবুক ব্যবহার করেছেন। ৪৮৮ মিলিয়ন ব্যবহারকারী মোবাইল দিয়ে ফেসবুক চালিয়েছেন ঐ মাসে।

গত জানুয়ারিতে ফেসবুক ইউজার ছিল ৮৪৫ মিলিয়ন। আর এই বৃদ্ধির হার থেকে সহজেই বুঝা যায় বছর শেষ হওয়ার আগেই ১ বিলিয়ন পূর্ণ হয়ে যাবে।

এমনকি সোমবারে ঘোষণা দেয়ার পর ফেসবুক পৃথিবীর সব চেয়ে বড় সোস্যাল নেটওয়ার্ক হিসেবে চিহ্নিত হল। টুইটার গত ফেব্রুয়ারীতে ছিল ৫০০ মিলিয়ন ইউজার তাও আবার এক্টিভ ইউজার হলো মাত্র ১৪০ মিলিয়ন!

ফেসবুক দিন দিন কত বড় হয়ে যাচ্ছে তাই না? কত দ্রুত! এই বিষয়ে আপনার মতামত কি মন্তব্য করে জানান।
আমাদের দেশেও কিন্তু ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কম নয়! অনেকেরই ইন্টারনেট হাতেখড়ি হচ্ছে ফেসবুক দিয়ে।

Leave a Comment