নোকিয়ার ৪১-মেগাপিক্সেল ক্যামেরা মোবাইল খুব শিঘ্রই যুক্তরাষ্ট্রে রিলিজ হচ্ছে!

খুব তাড়াতাড়ি Nokia PureView 808 মোবাইল বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে। বলাই বাহুল্য মোবাইলের বিল্ট ইন ক্যামেরা থাকবে ৪১ মেগাপিক্সেল!

এই বছরের শুরুতে এই ধরণের মোবাইলের কথা ঘোষণা করেছিল নোকিয়া যার থাকবে ৪১ মেগাপিক্সেল ক্যামেরা , হাই রেজুলেশন সেন্সর আর কার্ল জেসিস অপটিকস।

৪১-মেগাপিক্সেল সংখ্যাটি আসলেই বেশ অবাক করার মত। ব্যবহার করলেই ফ্যান হয়ে যেতে হবে। বর্তমানে প্রচলিত ৫ মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে তোলা ছবির সাথে এর প্রধান পার্থক্য হলো এই ছবি আপনি যতই জুম করেন না কেন ফাটবে না!

নোকিয়ার কাউন্ট ডাউন হচ্ছে।

চলুন দেখে নেয়া যাক নোকিয়ার ৪১-মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি।

Hanging Out





Climbing the Cliff Face



Quiet Moment


Drummer in Rio


The Nokia 808 PureView

Nokia 808 PureView এর পিছনের অংশ।


Front View

The PureView has a 360 x 640 screen.


Hand Held


Colors

তিন রঙের সেট।


Impressive Technology


SONY DSC

 41-megapixel camera

নোকিয়ার চমক আসলেই দেখার মতো। হয়তো এই সেটের মাধ্যমে মোবাইল জগতে নতুন এক দিগন্তের উম্মোচন হবে। তবে এখন আমাদের দেখার বিষয় হলো আমাদের দেশে কবে নাগাদ পাওয়া যায়।

2 thoughts on “নোকিয়ার ৪১-মেগাপিক্সেল ক্যামেরা মোবাইল খুব শিঘ্রই যুক্তরাষ্ট্রে রিলিজ হচ্ছে!”

Leave a Comment