এইচ টি এম এল ৫ এর নতুন উপাদান সমূহ – এইচ টি এম এল ৫ (পর্ব-৩)

১৯৯৯ সালের পর একটা দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে এইচ টি এম এল এর নতুন একটা স্ট্যান্ডার্ড তৈরি হতে। এই দীর্ঘ সময়ে ওয়েব ডেভলপাররা ওয়াল্ড ওয়াইড ওয়েবের অনেক উন্নয়ন সাধন করেছেন। ১৯৯৯ সালে একজন ওয়েব ডেভলপার যেমনটা চিন্তা করতেন আর বর্তমান সময়ের ওয়েব ডেভলপাররা যেভাবে চিন্তা করেন তার মধ্যে বিস্তর ব্যবধান। চাহিদা, উপস্থাপনার ধরণ, সৃজনশীলতা, তথ্যের প্রবাহ, গতিশীলতা, নিরাপত্তা, ডিজাইন, গোপনীয়তা এবং স্বচ্ছতা নিয়ন্ত্রণ, ব্যবসাবন্ধব প্লাটফরম তৈরিকরণ ইত্যাদি বিষয়গুলো ওয়েবকে অনেক দূর নিয়ে গেছে।

এইচ টি এম এল ৫ এর নতুন উপাদান সমূহ

বর্তমানের চাহিদা পূরণ করতে না পরায় এবং পরিপূরক অনেক নতুন নতুন সমাধান থাকায় বেশ কিছু এইচ টি এম এল ৪ এর উপাদান সমূহ এইচ টি এম এল ৫ থেকে সম্পূর্ণরূপে বাদ দেয়া হয়েছে।পাশাপাশি সময়ের চাহিদা পূরণের জন্য, ডেভলপারদেরকে আরো নতুন কিছু সৃষ্টির সুযোগ করে দেয়া সহ তাদের কাজের জটিলতা কমানোর জন্য অনেক নতুন উপাদান যুক্ত করা হয়েছে এইচ টি এম এল ৫।

এইচ টি এম এল ৫ এর নতুন উপকরণ সমূহকে বেশ কয়েকটা ভাগে বিভক্ত করা যায়।

  • নতুন সিমেন্টিক বা স্ট্রাকচারাল ইলিমেন্ট সমূহ
  • নতুন মিডিয়া ইলিমেনট সমূহ
  • নতুন ক্যানভাস ইলিমেন্ট
  • নতুন ফরম ইলিমেন্ট সমূহ

নতুন সিমেন্টিক বা স্ট্রাকচারাল ইলিমেন্ট সমূহ

নতুন সিমেন্টিক বা স্ট্রাকচারাল ইলিমেন্ট সমূহ হচ্ছে; <article>, <aside>,  <bdi>, <command>, <details>, <summary>, <figure>, <figcaption>, <footer>, <header>, <hgroup>, <mark>, <meter>, <nav>, <progress>, <ruby>, <rt>, <rp>, <section>, <time>, <wbr>  ।

নতুন মিডিয়া ইলিমেনট সমূহ

নতুন মিডিয়া ইলিমেনট সমূহ হচ্ছে; <audio>, <video>, <source>, <embed>, <track> ।

নতুন ক্যানভাস ইলিমেন্ট

ক্যানভাস ইলিমেন্টটি এইচ টি এম এল ৫  এর নতুন সংযোজন।ক্যানভাস ইলিমেন্টটি হচ্ছে <canvas>।

নতুন ফরম ইলিমেন্ট সমূহ

নতুন ফরম ইলিমেন্ট সমূহ হচ্ছে; <datalist>, <keygen>, <output>।

………………………………………………………………………………..

জ্ঞন বিজ্ঞানের সংস্পর্শে আলোকিত একটা সুন্দর সমৃদ্ধ পৃথিবীর প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। সকলের জন্য শুভকামনা রইল।

Leave a Comment