গুগল এবার নতুন করে বাইসাইকেল ডিজাইন করলো!

গুগল সব সময়ই চেয়েছে তাদের কর্মচারীদেরকে আনন্দের পরিবেশ তৈরি করে দিতে। যাতে কাজ করার সময় বোরিং ব্যাপারটা না আসে। আর গুগল এই বিষয়ে অনেকটাই সফল। তারই ধারাবাহিকতায় গুগল এবার আনলো বাই সাইকেল। এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ চলা ফেরার জন্য এই সাইকেল বানিয়েছে গুগল।
GBike নামের এই বাইসাইকেলগুলো কে চেনা যাবে কালার দেখে। এছাড়াও রয়েছে অসাধারণ ডিজাইন। প্রায় ১২ রকমের ডিজাইনের সাইকেল রয়েছে। চলুন দেখে নেয়া যাক।
The New GBike
গুগল কোম্পানির তৈরি এই হলো বাইসাইকেল। যা দিয়ে পাহাড় দেখা, ক্যালিফোর্নিয়া ক্যাম্পাস সহ অফিসের যে কোন কাজের জন্য ব্যবহার করা হবে।


Today’s GBike
এটা হলো আরেকটি ডিজাইন।


GBike, Second Place
এটা হলো দ্বিতীয় ডিজাইন, যা কিনা নিরাপদ বেশি এবং গুগল কালার ব্যবহৃত হয়নি।


GBike, Third Place

এটা শুধুমাত্র আউট লাইন দেয়া হয়ছে তবে মডার্ন লুক থাকছেতো অবশ্যই।


GBike Dock
এই সব সাইকেল রিপ্লেস হয়ে যাবে নতুন ডিজাইনের সাইকেল দিয়ে।

এবার চিন্তা করেন অ্যাপল সাইকেল কেমন হতে পারে? বা ফেসবুক বা টুইটার? আপনার আইডিয়া মন্তব্যে শেয়ার করুন।

Leave a Comment