ব্ল্যাকবেরি ১০ এখন ডেভলপারের জন্য রিলিজ হচ্ছে

অনেক দিন অপেক্ষার পর ব্ল্যাকবেরি ১০ ডেভলপারদের কাছে অফিসিয়ালি হস্তান্তর করা হলো। BB10 এপস এর জন্য দরকারি টুল, সফটওয়্যার চালানোর জন্য হার্ডওয়্যার সাপোর্ট সহ প্রয়োজনিয় তথ্য ডেভলপাদের দেয়া হয় কোম্পানি থেকে।

 

ব্ল্যাকবেরি ১০কে “DevAlpha” নামে ডাকা হচ্ছে। চলুন দেখে নেয়া যাক কিছু ছবি।

BlackBerry 10 DevAlpha Device

এই ডিভাইসের ডেভলপারদের এপস তৈরি করার জন্য ৪.২ ইঞ্চি স্কিনের 1,280 x 768  রেজুলেশন নিয়ে কাজ করতে হবে।


Main Screen

হোম স্ক্রিন অনেকটা এন্ড্রয়েডের মত। ব্রাউজারের আইকন একবারে টপে।


Weather App

ব্ল্যাকবেরি ১০ এ বহুল পরিচিত একটি এপস দেখতে এমন।


App Functions


Weather App Animation

এটা আপনি স্থির এই চিত্র দেখে বুঝতে পারবেন না। এই এপসে অ্যানিমেশন রয়েছে যা আবহাওয়ার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে পরিবর্তন হবে।


App Menu


Multimedia App


Developer Menu


Angle Shot


Side Shot

এই ডিভাইস বর্তমানে প্রচলিত স্মার্টফোনের চেয়ে অনেকটাই মোটা তবে ওজন খুব বেশি না।

কি মনে হচ্ছে? কেমনে হবে সামনের ব্ল্যাকবেরি ১০? অন্যান্য স্মার্টফোনের সাথে পাল্লা দিয়ে টিকে থাকতে পারবে তো?
ডেভলপাররা পারবে এন্ড্রয়েড, আইফোন, উইন্ডোজের মত বাঘা বাঘা কোম্পানির সাথে লড়াই করতে? দেখা যাক কি হয়।

Leave a Comment