স্প্যানিশ ফার্নিচার প্রস্তুতকারী প্রতিষ্ঠান OHEA এক নতুন ধরনের বিছানার সাথে পরিচয় করিয়ে দিয়েছে। তারাই প্রথম এমন একটি বিছানা তৈরি করেছে যা নিজে নিজেই গুছিয়ে যায়! প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একঘেয়েমিভাবে বিছানা ঠিক ঠাক করতে হয়, তবে এই স্মার্ট বিছানা ব্যবহার করলে আর সেই সমস্যা থাকবে না কারণ এই অটোমেটেড বিছানাতে রয়েছে কিছু এমন ডিভাইস যা বিছানা নিজে নিজেই গুছিয়ে যাবে।
মাত্র ৫০ সেকেন্ডে দুই রোলার সহ ম্যাকানিকালিভাবে চাদর , বালিশ টান টান বিছানায় রুপান্তরিত হবে। বালিশের সাথে কর্ড থাকবে এটাচ করা আর তা দিয়েও বালিশও হবে পুরাই ফিট ফাট।
বিস্তারিত দেখুন ভিডিওতে।
বিছানার একবারে উপরের মাথা বেডের সাথে এটাচ করা থাকবে, আর বালিশও থাকবে ঠিক পিছনেই। আর সব চেয়ে বড় মজার বিষয় হলো এই স্মার্ট বেড তখনি বিছানা টান টান করবে যখন বিছানায় কেউ থাকবে না অর্থাৎ কেউ যদি বিছানায় ঘুমিয়ে থাকে তাহলে এই স্মার্ট বেড অটো সেটা বুঝতে পারবে। 🙂 এই বেডে দুইটি সুইচ রয়েছে একটি হলো অটো আর অন্যটি হলো ম্যানুয়াল, অটো তখনি একটিভ হবে যখন বিছায় কেউ থাকবে না আর মাত্র ৩ সেকেন্ড সময় নিবে একটিভ হতে।
কি কেমন মনে হচ্ছে? খুব মজার তাই না? আমার মতো যারা অলস আছে তাদের জন্য অবশ্যই ভাল খবর। 😀