আপনি যদি কাউকে খুন করতে চান তাহলে আগেই গুগলকে জানিয়ে দিবেন না!

ফ্লোরিডায় এক যুগল কিভাবে মানুষ মারা যায় তা জানার জন্য গুগলে সার্চ করছিল। তারপর ১৯ বছর বয়সি মেয়েকে গলা টিপে হত্যা করার পর বডি নিয়ে কি করবে তা নিয়ে ফেসবুক তারা আলোচনা করছিল!

James Ayers, ৩২, এবং Nicole Okrzesik, ২৩ বার বার সার্চ করছিল  “chemicals to passout a person,” “making people faint,” “ways to kill people in their sleep,” “how to suffocate someone” এবং  “how to poison someone” ইত্যাদি লিখে। Juliana Mensch কে হত্যা করার আগে তারা ঠিক এই শব্দগুলো লিখেই গুগলিং করছিল। পুলিশের ভাষ্যমতে , মেয়েটি যখন ফ্লোরে ঘুমাচ্ছিল তখন তারা ইন্টারনেটে সার্চ করছিল। তারপর তারা মেয়েটিকে হত্যা করে নেশার টাকার জন্য।

মেয়েটিকে হত্যা করার কয়েক ঘন্টা পর হত্যাকারী Okrzesik অনলাইনে একটি ছবি পোস্ট করে যেখানে দেখা যাচ্ছিল সে আর তার বয় ফ্রেন্ড বারে মজা করছিল!

ভিডিওটা দেখুন তাহলে আরো বিস্তারিত জানতে পারবেন।

http://mashable.com/2012/06/12/florida-couple-murder-google/

মানুষ কতটা নির্মম হলে এত ভয়ংকর আচরণ করতে পারে আরেকজন মানুষের সাথে। 🙁


 

Leave a Comment