১০টি নতুন ওয়েব ব্রাউজারের নাম জেনে নিন যা আগে কখোনই শুনেননি!

মজিলা, ইন্টারনেট এক্সপ্লোরার, ক্রোম,সাফারি এবং অপেরা! এর বাইরেও ব্রাউজার থাকতে পারে এমন ধারনা আমাদের অনেকেরই নেই। চলুন কিছু অপরিচিত কিন্তু কাজের ব্রাউজার দেখে নেয়া যাক।

10 Web Browsers You Probably Haven't Heard Of

1. Stainless

Stainless

এক ব্রাউজারে অনেক মেইল আইডিতে লগ ইন করার জন্য এই ব্রাউজার ব্যবহার করে দেখতে পারেন। অনেক সময় এক সাথে দুই মেইলে লগ ইন করতে হয়।

2. Maxthon

Maxthon

এটা এমন একটা কাস্টোমাইজেবল ব্রাউজার যা ডিফল্টভাবেই অনেক কিছু যুক্ত থাকে। এড ব্লকার, সিকিউরিটিসহ প্রায় ১৪০০ প্লাগ ইনস এড করা যায়।

3. Sleipnir

Sleipnir

এটা জাপানে অনেক জনপ্রিয় ব্রাউজার। অনেক রকম কাস্টমাইজ করা যায়।

4. Swiftfox

Swiftfox

আপনি যদি মজিলার প্লাগ ইনও চান আবার মজিলার চেয়ে বেশি স্পীড এবং লাইট ব্রাউজার চান তবে এটা আপনার জন্য। মজিলার সুবিধাসহ এই ব্রাউজারটি অনেক ফাস্ট।

5. Lunascape

Lunascape

এটা পৃথিবীর প্রথম এবং একমাত্র ত্রিপল ইঞ্জিন ব্রাউজার। এটাতে মজিলা, ইন্টারনেট এক্সপ্লোরার এবং নিজস্ব প্লাগ ইন সাপোর্ট করে।

6. Konqueror

Konqueror

ওয়েব ডেভলপমেন্টের কাজ যারা করেন তাদের জন্য এটা বেশ কাজের ব্রাউজার।

7. SeaMonkey

SeaMonkey

এটাও ডেভলপারদের জন্য আদর্শ ব্রাউজার। অনেক রকম বিল্ট ইন ফিচার রয়েছে এই ব্রাউজারে।

8. OmniWeb

OmniWeb

ম্যাক ইউজাররা যদি সহজে ব্যবহার করার জন্য কোন ব্রাউজার খুজে থাকেন তবে এটা কাজে দিবে।

9. Camino

Camino

ম্যাকের জন্য কিছু আলাদা ফিচারসহ এই ব্রাউজারটি মজিলা লাভারদেরও খুশি করবে। অনেক কাজের ফিচার রয়েছে।

10. Flock

Flock

সোস্যাল মিডিয়াতে যারা অনেক সময় ব্যয় করেন তাদের জন্য এটা বেশ কাজের ব্রাউজার। আলাদা অনেক ফিচার রয়েছে।

Leave a Comment