ম্যাকবুকের জন্য ১০টি মজার স্টিকার বা ডিকালস

এই ডেকালটি বেশ নান্দনিক। পুরাতন স্মৃতি টাপরাইটারের কথা মনে করিয়ে দেয়।Cost: $7.99


যারা ফটোগ্রাফিকে অনেক পছন্দ করেন তাদের জন্য এটা বেশ উপযোগি। আপনার সাইন হিসেবে এটা কাজ করবে।

Cost: $7.99


দুইটা বেশি আপেল এখানে দেখানো হয়েছে যা মজার জন্যই করা হয়েছে।

Cost: $5


4. Menu
যাদের আইপড আছে তারা ম্যাকবুককেও আইপড লগো দিতে পারন।

Cost: $4.99

 


এই বিরল টিভি ম্যাকবুককে দিবে দৃষ্টি নন্দন লুক।

Cost: $6.90


হরিণের শিং দিয়ে করতে পারেন ভিন্ন ডিজাইন।

Cost: $5


আপলের লোগো ফ্রেমে আবদ্ধ করে নিতে পারেন।

Cost: $6.90


8. Nerd
আপলের লোগোতে জ্ঞানী জ্ঞানীভাব এনে দিবে এই ডেকাল।Cost: $3.99


গোফ সহ এক গুচ্ছ আপল লোগো দেখে নিন!

Cost: $12


10. Hand
সবশেষে একজন আপনার অ্যাপল নিয়ে যাচ্ছে 😛Cost: $7.99


আপনার ম্যাকবুকটি অন্য সবার কাছে আকর্ষণীয় করে তুলতে ডেকালের বিকল্প নেই। এখানে দেয়া ডেকাল থেকে আপনার জন্য সেরাটি বেছে নিন।

Leave a Comment