এইচ টি এম এল ৫ (HTML5) কি? এবং কেন? – এইচ টি এম এল ৫ (পর্ব-এক)

এইচ টি এম এল ৫ হচ্ছে আধুনিক ওয়েব ব্রাউজারে প্রদর্শনের জন্য ওয়েব কনটেন্ট এর গাঠন তৈরি এবং প্রক্রিয়া করার নতুন স্ট্যান্ডার্ড।১৯৯০ এর পরে আর এইচ টি এম এল এর আর কোন নতুন ভার্সন জন সম্মুখে আসে নি, কিন্তু ১৯৯৯ থেকে আজ পর্যন্ত ওয়াল্ড ওয়াইড ওয়েবে বিরাট পরিবর্তন সাধিত হয়েছে; যার বেশির ভাগই সম্ভব হয়েছে থার্ড পার্টি এপ্লিকেশন ডেভলপ এবং ব্যবহারের মাধ্যমে। উদাহরণ হিসেবে বলা যায় যেমন ওয়েবে ভিডিও এবং অডিও প্লে করার জন্য আমরা এখনও এডবি ফ্লাস এবং মাইক্রোসফট সিলভারলাইট ব্যবহার করে থাকি। যা নতুন ব্যবহারকারীদের নিকট বিভ্রান্তিকর এবং ডেভলপারদের জন্যও কিছুটা সমস্যার।

কোন থার্ড পার্টি এপ্লিকেশন ব্যবহার ছাড়াই যেন ওয়েবে ভিডিও এবং অডিও প্লে করা, ড্রাগ এন্ড ড্রপ সুবিধা যুক্ত করা, গ্রাফিক্স তৈরি করা সহ বিভিন্ন ধরণের নতুন নতুন সুবিধা যুক্ত করা যায় এ উদ্দেশ্যেই এইচ টি এম এল ৫ এর আবির্ভাব।

এইচ টি এম এল ৫ কিভাবে এল

ওয়াল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম (W3C) এয়েব ফরম এবং এপ্লিকেশন এর উপর কাজ করতেছিল এবং ওয়েব হাইপারটেক্সট এপ্লিকেশন টেকনোলজি ওয়ার্কিং গ্রুপ (WHATWG)  তারা XHTML 2.0 এর জন্য কাজ করছিলো।২০০৬ সালে তার সিদ্ধান্ত নেয় যে তারা পরস্পরের সহযোগিতায় এইচ টি এম এল এর নতুন ভার্সন তৈরি করবে।

এইচ টি এম এল ৫ সম্পর্কে (W3C) এবং (WHATWG)   এর প্রথমিক উদ্দেশ্য ছিলো

  • নতুন ফিচার সমূহ HTML, CSS, DOM, এবং  JavaScript এর উপর ভিত্তি করে গড়ে উঠবে।
  • এক্সটার্নাল প্লাগইনস এবং থার্ড পার্টি এপ্লিকেশন এর ব্যবহার কমাতে হবে।
  • এরর পরিচালনা সহজ করতে হবে।
  • স্ক্রিপ্টিং এর পরিবর্তে মার্কআপের ব্যবহার বৃদ্ধি করতে হবে।
  • উন্নয়ন পদ্ধতি জনসম্মুখে দৃশ্যমান থাকবে।

এইচ টি এম এল ৫ এর জন্য ব্রাউজার সাপোর্ট

এইচ টি এম এল ৫ সংস্করণটির উন্নয়নের ধারা এখনো চলমান রয়েছে।এইচ টি এম এল ৫ সংস্করণটির উন্নয়ন এবং প্রয়োগ অনেকাংশে ওয়েব ব্রাউজারের উপর নির্ভরশীল।কোন পুরাতন ব্রাউজার যেমন ইন্টারনেট এক্সপ্লোরার-৬,৭,৮, মজিলা, অপেরার পুরোনো ভার্সন ইত্যাদি এইচ টি এম এল ৫ সাপোর্ট না করলেও মজিলা, অপেরা, অ্যাপল এর সাফারি, গুগল ক্রোম এর সর্বশেষ ভার্সন সমূহ এইচ টি এম এল ৫ এর বিভিন্ন উপাদান এবং এপ্লিকেশন ভালভাবেই সাপোর্ট করে, ইন্টারনেট এক্সপ্লোরার-৯ ও মোটমটি ভাবে সাপোর্ট করে ।

………………………………………………………………………………..

জ্ঞন বিজ্ঞানের সংস্পর্শে আলোকিত একটা সুন্দর সমৃদ্ধ পৃথিবীর প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। সকলের জন্য শুভকামনা রইল।

1 thought on “এইচ টি এম এল ৫ (HTML5) কি? এবং কেন? – এইচ টি এম এল ৫ (পর্ব-এক)”

Leave a Comment