ডেস্কটপে ব্লগ এডিট করার জন্য ১০টি ফ্রী এডিটরস

অনেক সময় ইন্টারনেট না থাকার কারনে অফলাইনে ব্লগ এডিটরের দরকার হয়। আপনার যদি নেট না থাকে তখন ডেস্কটপ ব্লগিং এপস আপনাকে ব্লগ এডিট করার সুযোগ দিবে।

এখানে কিছু ফ্রী ব্লগ এডিটর নিয়া আলোচনা করা হলো।

1. Thingamablog

Thingamablog

এটা একটি ওপেন সোর্স ব্লগিং এপস যাতে অনেক রকম সুবিধা রয়েছে। আপনার সার্ভারে ব্লগ ইন্সটল করতে পারবেন এটা দিয়া খুব সহজেই।

Screenshots of Thingamablog | Download Thingamablog

2. Windows Live Writer

Windows Live Writer

এটা মাইক্রোসফটের ব্লগ এডিটর। এটা দিয়ে ম্যাপস , ভিডিও এবং অন্যান্য মিডিয়া পোস্ট করা যাবে খুব সহজেই।

Download Windows Live Writer

3. BlogDesk

BlogDesk

অনেক ব্লগে  এক সাথে পোস্ট করা যায় বলে এটা অনেক পরিচিত এডিটর। এটা প্রায় ১৪টি ভাষা সাপোর্ট করে।

Screenshots of BlogDesk | Download BlogDesk

4. Bleezer

Bleezer

এটার সব চেয়ে বড় সুবিধা হলো এটা লিনাক্স, উইন্ডোজ এবং ম্যাকে সাপোর্ট করে।

Download Bleezer

5. Post2Blog

Post2Blog

এই ফ্রীওয়্যার এপ্লিকেশনের সুবিধা হলো এটা পোর্টেবল। তাই সব জায়গায় ব্যবহার করা যাবে।

Download Post2Blog

6. w.Bloggar

w.Bloggar

এটা দিয়ে ফাইল আপলোড করার সুবিধা রয়েছে। কীবোর্ডের শর্টকাট ব্যবহার করে কাজ করার সুবিধাও রয়েছে।

Download w.Bloggar

7. Flock

Flock

এটা অনেকটা ওয়েব ব্রাউজার বলা যায়। অনলাইন বা অফলাইন এ কাজ করা যায়।

Download Flock

8. ScribeFire

ScribeFire

এই মজিলা এড-অনস দিয়ে ব্লগ এডিটের অনেক সুবিধা পাবেন।

Download ScribeFire

9. Qumana

Qumana

এটার সব চেয়ে ভাল সুবিধা হলো ড্রাগ এন্ড ড্রপ করে ফটো পোস্ট করা যায় ব্লগে।

Download Quamana

10. Zoundry

Zoundry

আপনার ব্লগের জন্য কোনটা ভাল হবে তা যাচাই করে দিবে এই এডিটর। অন্যান্য সুবিধা তো থাকছেই।

Download Zoundry

Leave a Comment