বক্স জেলিফিশ

বক্স জেলিফিশ (Cubozoa), সমুদ্রের গভীর তলদেশে যাদের বিচরণ। এরা নিডারিয়া পর্বের  হাইড্রোজোয়া শ্রেণীর প্রাণি, ফিশ নাম হলেও এরা “পিসেস” শ্রেণীর প্রানি নয়। এদের মেরুদন্ড থাকেনা।  দেখতে তুলতুলে আলোকোজ্জ্বল এবং অনেক স্বচ্ছ এদের দেহ ।

সাধারনত একটি জেলীফিশ লম্বায় ৩ মিটার এবং প্রস্থে ২৫ সেমি হয়ে থাকে। এদের ওজন প্রায় ২ কেজির মত হয়ে থাকে। স্বচ্ছতা এবং উজ্জ্বলতার জন্য সমুদ্রের তলদেশে ওদের বিচরণ খুবই মনোমুগ্ধকর।তবে এরা দেখতে ভইয়ঙ্করও বটে ।

এদের পেটে অনেক চোখ থাকে যার ফলে এদেরকে ভয়ংকর দেখায়। তবে এরা আরও বেশি ভয়ংকর অন্যান্য জেলিফিশের মধ্যে এবং কুখ্যাতও। কারন এরা তাদের শক্তিশালী বিষ ব্যবহার করে মাছ এবং চিংড়ীকে মুহূর্তে হত্যা করতে পারে ।

তাদের বিষ বিশ্বের সবচেয়ে মারাত্মক ক্ষতিকর। এই বিষ হৃদযন্ত্র, স্নায়ুতন্ত্র এবং ত্বকের কোষকে আক্রমন করে । এটি এতই বেদনাদায়ক যে এর দ্বারা মানুষ আক্রান্ত হলে ৩ মিনিটের মাথায় মৃত্যু হবে।

তাই এদেরকে “সমুদ্রের বোলতা” বলা হয়, এরা সাধারনত উত্তর অস্ট্রেলিয়ার সমুদ্রে এবং ইন্দো প্রশান্ত মহাসাগরে বাস করে।  অন্যান্য জেলি ফিসের তুলনায় এরা সাতারে বেশি দক্ষ হয়। সাধারনত এদের জীবনকাল ১ বছর মত হয়ে থাকে।

Leave a Comment