টিন-এজাররা আস্তে আস্তে ফেসবুক থেকে টুইটার বেশি ব্যবহার করছে?

আপনার পরিচিত কোন টিন-এজার কি হঠাৎ করে ফেসবুক ব্যবহার করা বন্ধ করে দিয়েছে? শুধু মাত্র সে একাই নয় অনেকেই পৃথিবীর সব চেয়ে বড় সোস্যাল নেটওয়ার্ক ফেসবুক এর প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। এমনটাই রিপোর্ট করেছে লস এঞ্জেলস টাইমস।

টিনেজারদের ফেসবুক ছাড়া বা কম ব্যবহার করার অনেক কারণই রয়েছে তার মধ্যে অন্যতম একটি কারণ হলো বাবা-মাদের অতিরিক্ত নজরদারি। টুইটারে ব্যবহার করার ক্ষেত্রে অনেক সময় ইচ্ছা করলে ছদ্মনামে ব্যবহার করা যায়, তারা কাউকে এড করার ব্যাপারে প্রেসার অনুভব করে না তখন এমনকি পরিচিত কেউ এড রেকুয়েস্ট করলেও।

অনেক ফ্রেন্ডরা মিলে একসাথে তৈরি করে মজার একটা গ্রুপ যা টুইটারে বেশি হয়ে থাকে। রিপোর্টের অনুসারে ৩১% ইন্টারনেট ব্যবহারকারী যাদের বয়স ১৮-২৪ তারা টুইটার ব্যবহার করেন তবে তাদের মাঝে ইনএক্টিভ ব্যবহারকারীও রয়েছে অনেক।

৯০০ মিলিয়ন ব্যবহারকারীর এই ফেসবুক এ যদি টিন এজাররা এভাবে ক্রমশ আগ্রহ হারিয়ে ফেলেতে থাকে তাহলে মাই স্পেসের মত ধ্বংস স্তুপে পরিণত হবে।

তবে আমাদের দেশে এখনও আগ্রহ হারিয়ে ফেলার মত কোন নজির পাওয়া যায়নি। বলা যায় সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। 🙂

 

 

1 thought on “টিন-এজাররা আস্তে আস্তে ফেসবুক থেকে টুইটার বেশি ব্যবহার করছে?”

  1. Wow, marvelous blog layout! How long have you been blogging for? you make blogging look easy. The overall look of your website is magnificent, let alone the content!. Thanks For Your article about টিন-এজাররা আস্তে আস্তে ফেসবুক থেকে টুইটার বেশি ব্যবহার করছে? | টিউটোরিয়ালবিডি .

Leave a Comment