আরব বিশ্ব কি পরিমাণ ফেসবুক আর টুইটার ব্যবহার করে তার চিত্র(ইনফোগ্রাফিক)

আরব বিশ্বে সোস্যাল মিডিয়া আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ডিসেম্বর ২০১০ থেকে এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। শুনলে অবাক হবেন মিসরের মাত্র ০.২৬% জনগন, তিউনেশিয়ান ০.১% এবং সাইরিয়ান মাত্র ০.০৪% জনগন একটিভ টুইটারে।

নর্থ আফ্রিকার সব দেশ এবং মিডল ইস্ট দেশেগুলোর মধ্যে টুইটার সব চেয়ে বেশি জনপ্রিয় কুয়েতে, প্রায় ৮.৬% জনগন এক্টিভ ব্যবহারকারী যারা মাসে অন্তত একটি টুইট করেন। ফেসবুক অনেক বেশি জনপ্রিয় এই দেশগুলোতে। সব চেয়ে বেশি জনপ্রিয় হলো U.A.E তে প্রায় ৩৬.১৮% জনগন ফেসবুক ব্যবহার করে।

এই দুই ইনফোগ্রাফিক চিত্রে তাকালে বুঝা যায় সোস্যাল নেটওয়ার্কের বৃদ্ধি কেমন করে হচ্ছে এবং কোন দেশে কি রকম ব্যবহারকারী বৃদ্ধি পাচ্ছে। আপনার কি মনে হয় এর চেয়ে বেশি ব্যবহারকারী থাকা উচিত ছিল? আমাদের দেশের সাথে তুলনা করলে বলা যায় আমরা আরব বিশ্ব থেকেও পিছিয়ে আছি। আপনি চায়না এবং ভারতের চিত্র জানতে চান তাহলে দেখতে পারেন।

Leave a Comment