প্রিয় মানুষ অনেক দূরে থাকে? তাহলে এই এপস আপনার জন্যই!

Oleg Kostour যিনি কানাডা ছেড়ে চলে যান অন্যত্র। কিন্তু কানাডাতে থাকা তার প্রেমিকাকে তিনি আলাদা রাখতে চাননি নিজে্র থেকে
তাই তৈরি করে ফেললেন একটি এপস।

আইফোনের এপস স্টোরে এই সপ্তাহে  Pair নামক একটি নতুন এপস যুক্ত হয়। এটা তৈরি করা হয়েছে প্রেমিকযুগলরা যেন সহজেই ম্যাসেজ,ফটো,ভিডিও এবং লোকেশন শেয়ার করতে পারে।

Kostour বলেন, আমরা চিন্তা করেছিলাম আমরা আলাদা হয়ে যাচ্ছি, আমাদের মোবাইল ডিভাইস দিয়ে কিভাবে আমরা একে অপরের সাথে আরেকটু বেশি ঘনিষ্ঠ হতে পারি?

এই এপসের একটি ফিচার আছে, নাম হলো “thumb kiss”। উভয় পেয়ার মোবাইলের একই জায়গায় যদি স্পর্শ করা হয় তাহলে ডিভাইসটি কম্পনের সৃষ্টি করবে! এছাড়াও ড্রয়িং, টু ডু লিস্ট সহ অনেক কিছুই করা যাবে।

এই এপস ব্যবহার করতে হলে আইফোন লাগবে উভয়েরই। রিকুয়েস্ট পাঠানোর পর পেয়ার হলেই হয়ে যাবে। মাল্টিপল পেয়ারের অনুমতি নেই। তবে আন-পেয়ার করে আবার পেয়ার করা যাবে। এন্ড্রয়েড ভার্শনে আসছে খুব শীঘ্রই।

নতুন এক যোগাযোগের মাধ্যম হবে বলে Kostour আশা করছেন। এটি বেশ সাড়া ফেলে দিয়েছে এরই মধ্যে।তিনি আরো বলেন, “আপনি তার সাথে কথা বলতে চান তাহলে কোথাও ট্যাপ করতে হবে না, শুধু মাত্র একটি বাটনে ক্লিক করলেই আপনি তার সাথে কথা বলতে পারবেন।”

খুব মজার একটি এপস তাই না? আজই ব্যবহার করা শুরু করে দিন।

Leave a Comment