শুক্র গ্রহ ট্রানজিটের কিছু অসাধারণ ছবি!

শুক্রগ্রহ ৬ তারিখ পৃথিবী এবং সূর্যের সাথে একই সরলরেখায় চলে আসে। তখন শুক্রকে সুর্যের গায়ে একটি ছোট কালো বিন্দুর মত দেখা যায় । এটি খুবই দুর্লভ একটি ঘটনা যা সচরাচর ঘটে না । গত ৮ বছর আগে একবার হয়েছিল। আবার এমনটা দেখা যাবে ২১১৭ সালে ! এমন দুর্লভ ঘটনার কিছু ছবি যা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তোলা হয়েছে, নিচে আপনাদের মাঝে তার কিছু শেয়ার করা হলো।

১)শুক্র ট্রানজিটের মাঝামাঝি অবস্থায়-

২)জুন ৬, ২০১২ সকাল ১০ টায় ফিলিপাইনে তোলা ছবি

৩)ট্রানজিট এর সময় মেঘ

৪)৬ই জুন ২০১২ সকাল ১১.৩০ টায় টাউন্সভিল কুইন্সল্যান্ড,অস্ট্রেলিয়ায় দূরবীক্ষন যন্ত্রের সাহায্যে তোলা ছবি

৫)

৬)উত্তর কোয়ালালামপুর মালেশিয়া থেকে সকাল ১০.৩৬ টায় (+8GMT)


৭)রকভিল মেরিল‍্যান্ড (এমডি)

৮)সান ডিয়েগো

৯ )ফনেক্স এজ থেকে তোলা ছবি

ছবিগুলো mashable থেকে নেওয়া।

1 thought on “শুক্র গ্রহ ট্রানজিটের কিছু অসাধারণ ছবি!”

  1. Wow, superb blog layout! How long have you been blogging for? you make blogging look easy. The overall look of your site is wonderful, as well as the content!. Thanks For Your article about শুক্র গ্রহ ট্রানজিটের কিছু অসাধারণ ছবি! | টিউটোরিয়ালবিডি .

Leave a Comment