স্যামসাং এবার ইন্টেলের নতুন প্রসেসর আইভি ব্রিজ নিয়ে ল্যাপটপ ছাড়লো

স্যামসাং সিরিজ ৫ রান করলো আইভি ব্রিজ দিয়ে, ইন্টেলের নতুন শক্তিশালী ৩য় জেনারেশন প্রসেসর। ১৪ ইঞ্চি বা ১৫.৬ ইঞ্চি মডেল, দুইটাই JBL অডিও এবং এনভিডিয়া গ্রাফিক্স দিয়ে সাজানো।

৫ এবং ৫.৫ পাউন্ড ওজনের এই ল্যাপটপ কে আল্ট্রাবুক ক্যাটাগরিতে ফেলা যাবে না, স্যামসাঙ্গের কথা হলো এটা অনেক শক্তিশালী এবং ব্যাটারি লাইফ হলো ৬ ঘন্টা।

১৪ ইঞ্চি মডেল $799.99 এবং ১৫.৬ ইঞ্চি $899.99 ডলারে বিক্রি শুরু হবে জুনের শেষ দিকে।

গেমাররাও হতাশ হবে না বলে আশা ব্যাক্ত করেছে স্যামসাং। চলুন কিছু ছবি দেখে নেয়া যাক।

series-5-open

স্যামসাং সিরিজ ৫ সাথে আইভি ব্রিজ, JBL অডিও এবং এনভিডিয়া গ্রাফিক্স।


series-5-side

Samsung Series 5 15.6-inch laptop


series-5-under

Samsung Series 5


series-9-13-15

Samsung Series 9 Ultrabook 13.3-inch, 15-inch


series-9-float

Samsung Series 9 Ultrabook


series-9-side

Samsung Series 9


series-7-gamer
কি কোনটা আপনার পছন্দ হয়? নতুন প্রসেসর দিয়ে সাজানো এই ল্যাপটপ পারবে কি মার্কেট দখল করতে? আপনার মতামত কি? মন্তব্য করে জানান।

 

 

2 thoughts on “স্যামসাং এবার ইন্টেলের নতুন প্রসেসর আইভি ব্রিজ নিয়ে ল্যাপটপ ছাড়লো”

  1. আইভি ব্রিজ প্রসেসর সম্পর্কে তেমন কিছু জানতে পাররাম না। 🙁
    প্রসেসর কেমন মানের হবে সেটাই গুরুত্বপূর্ণ। তবে ইন্টেলের সাথে বুদ্ধি করে এই কাজটা করয় স্যামসাং ভালই টাকা কামাবে 😛

    1. হাসান যোবায়ের

      আইভি ব্রিজ নিয়ে আগে একটা পোস্ট দিয়েছিলাম। কালের গর্বে সেটা হারিয়ে গেছে। 😛

Leave a Comment