গুগল ম্যাপের যে দশটি জায়গা আপনি কখনোই দেখতে পারবেন না!

নেদারল্যান্ডে অবস্থিত এই রয়্যাল প্লেস আপনি দেখতে পারবেন না। এখানে ডাচ রয়্যাল ফ্যামিলি সহ অনেক গুরুত্বপূর্ণ রেসিডেন্স রয়েছে।


এই এয়ারপোর্টটি গুগল ম্যাপে সাদা হয়ে আছে আর জুম করলেও কিছুই দেখা যাবে না।

চিলিতে অবস্থিত এই ন্যাশনাল পার্কটি গুগল ম্যাপে একটি মার্কার শুধু শো করবে। এখানে অনেক প্রাইভেট রিজার্ভ রয়েছে প্রাণী জগতের।


মানুষের তৈরি কিউই ড্যাম যা সাউথ ক্যারলিনাতে অবস্থিত আর এটাও গুগল ম্যাপে ঘোলা করে দেয়া হয়েছে।


রাশিয়ার এই স্থানটি কেন ঘোলা করে দেয়া হয়েছে তা জানা যায়নি।


জাপানের এই এয়ারপোর্টটি গুগল ম্যাপে সাদা দেখাবে। এটা জাপানের ম্যারিটাইম সেলফ ডিফেন্স ফোর্স ব্যবহার করে।


আমেরিকা এই স্থানটি আর্মিদের বায়োলজিকাল এবং ক্যামিকাল ওয়েপন টেস্ট করার জন্য ব্যবহার করে।


২০১০ এ চালু হওয়া এই পাওয়ার প্লানটি নিয়ইয়র্কে অবস্থিত। প্রাকৃতিক গ্যাস থেকে এখানে বিদ্যুৎ উৎপন্ন করা হয়।


ইরাকের এই ব্যবিলন শহরটিও গুগল ম্যাপে স্পষ্ট করে দেখা যাবে না।


নেদারল্যান্ডের আরেকটি ডাচ রয়্যাল ফ্যামিলির গোপনীয় স্থান এটি। আর্মি এয়ার ফোর্সের কিছু অংশ বুঝা যায়।

4 thoughts on “গুগল ম্যাপের যে দশটি জায়গা আপনি কখনোই দেখতে পারবেন না!”

    1. হাসান যোবায়ের

      আমাদের বাংলাদেশের অনেক জায়গা এমনিতেও দেখা যায় না। তবে সেটা গোপনীয়তার জন্য না। ম্যাপ আপডেট করা হয় না তাই এই অবস্থা 😛

Leave a Comment