কুইন এঞ্জেলফিস

কুইন এঞ্জেলফিস(Holacanthus ciliaris), কেরিবীয় এবং পশ্চিম অ্যাটলান্টিকে মূলতঃ এদেরকে দেখা যায়। তাদের গায়ের নীল বলয়াকারের

মাঝে কাল দাগ রয়েছে যা দেখতে অনেকটা মুকুটের মত, তাই এদেরকে রাণী এঞ্জেলফিস বলে। উজ্জ্বল নীল আলোক বর্ণের মাঝে

ডোরাকাটা,স্বমুজ্জ্বল হলুদ লেজ এবং হাল্কা রক্তবর্ণ ও কমলা রঙের উজ্জ্বলতা রাণী এঞ্জেলফিস তাদের অন্য সকল স্বজাতির তুলনায়

আকর্ষণীয় করেছে। তাদের এই অলঙ্কার অত্যন্ত  সুস্পস্ট আলাদা কিন্তু তারা অন্য সকল রীফদের মাঝে সহজে মিশে যেতে পারে।
এরা খুবই লাজুক ধরনের হয়। সচরাচর একা অথবা সঙ্গী নিয়ে চলাফেরা করে।
এরা লম্বায় ১৮ ইঞ্চি বা ৪৫ সেমি হয়ে থাকে। তাদের মাথা গোলাকার এবং মুখ ছোট । অন্যান্য এঞ্জেলফিসের মত তাদের পাখনাও ত্রিকোণাকার যা পিছনের দিকে থাকে।
খাদ্য হিসেবে তারা স্পঞ্জ, শেওলা খেয়ে থাকে। এছাড়া নরম কোরাল, জেলিফিশ ইত্যাদি তারা ঠুকরে ঠুকরে খায়।
এঞ্জেলফিসের আরেক প্রজাতি নীল এঞ্জেলফিসের সাথে রাণী এঞ্জেলফিসের দারুন মিল রয়েছে!
একুরিয়ামে চাষ করার জন্য প্রচুর চাহিদা রয়েছে এদের। তাই একুরিয়াম ব্যবসার জন্য কুইন এঞ্জেলফিসের চাষ করা হয়ে থাকে।

Leave a Comment