খান একাডেমী এবার আইপ্যাডের জন্য তাদের শিক্ষামূলক ভিডিও সেবা দিচ্ছে

 

আপনি যদি আইপ্যাড ব্যবহারকারী হয়ে থাকেন আর শিক্ষামূলক এপস খুজে থাকেন তাহলে তাহলে খান একাডেমী সেই চাহিদা কিছুটে হলেও এবার পূরণ করবে। বাংলাদেশী সন্তানের উদ্দ্যেগক্তা খান একাডেমীকে এখন সবাই চিনে তার শিক্ষামূলক ভিডিওগুলোর জন্য। সদ্য রিলিজ হওয়া খান একাডেমী ফর আইপ্যাড তাদের সাবটাইটেলে উল্লেখ করেছেঃ “Watch. Practice. Learn almost anything for free.”

Khan Academy Launches iPad App Full Of Free Educational Videos

খান একাডেমী হলো একটি অলাভজনক অর্গানাইজেশন যেখানে প্রায় ৩০০০+ শিক্ষামূলক ভিডিও লাইব্রেরী রয়েছে। ভিডিওর বিষয় হলো ম্যাথমেটিকাল সাবজেক্ট বীজগনিত সহ অনেক কিছু। সব চেয়ে বড় বিষয় হলো সব কিছুই ফ্রী!

এবার খান একডেমী রিলিজ করলো অফিসিয়াল iOS app। কিন্তু এই iOS app শুধুমাত্র আইপ্যাডের জন্য। তবে ডেস্কটপের জন্য সব ভিডিও আগেই রয়েছে। যদি আপনি আইপ্যাডের স্পেসের জন্য চিন্তিত থাকেন তাহলে জেনে নিন এই ভিডিওগুলো ২ মেগাবাইটের বেশি খাবে না! আসলে অনলাইনভিত্তিক দেখা যাবে।

এই এপস আপনার জন্য অনেক উপকারী হবে। ছাত্র, শিক্ষক বা যেই হোক না কেন যদি ক্যালকুলাস শিখতে চায় তাহলে খান একাডেমির আইপ্যাড এপস অধ্যবসায়ের জন্য সাহায্য করবে। ৩০০ এর বেশি এক্সারসাইজ রয়েছে সাইটে যা কিনা খুব শীঘ্রই পাওয়া যাবে।

Leave a Comment