অ্যাপল এবার ১০৮০ পিক্সেলের টিভি বাজারে ছাড়বে!

২০১২ সালে অর্থাৎ এই বছর অ্যাপল নিয়ে আসছে টিভি। নতুন ইন্টারফেসে আপডেটেড প্রসেসর, 1080p ভিডিও স্ট্রিমিং এবং iCloud সাপোর্ট সহ অনেক কিছু থাকছে।

১০৮০ পিক্সেলে মুভি দেখা হবে অসাধারন অভিজ্ঞতা। ভাল নেট স্পীড থাকলে আর হাতে যদি থাকে রিমোট তাহলে পালটে যাবে আপনার টিভি দেখার অভিজ্ঞতা এমনটাই বলেছে অনেকে।

Dairymple  নামের একজন ভক্ত বলেনঃ “অ্যাপল টিভি হলো শ্রেষ্ঠ সুবিধার প্রতীক। iCloud  থাকায় আই-টিউন্স মিউজিক এবং ভিডিও একসেস করা যাচ্ছে। তাই কম্পিউটার এর কোন প্রয়োজন দেখি না টিভি দেখার সময়”।

এই টিভি বাজারে প্রচলিত অন্য সব টিভি থেকে আলাদা এমন কথাই বললেন আরেক ভক্ত। ফাস্টার প্রসেসর যা কিনা হাই রেজুলেশন সাপোর্ট করে এবং টিভি দেখায় আনে ভিন্ন স্বাধ এমন কথাই বললেন তিনি।

তবে অনেকে থার্ড পার্টি কন্টেন্ট থাকায় আপত্তি জানিয়েছেন। যা অনেকেই পছন্দ করছেন না।

নতুন এই অ্যাপল টিভির দাম হলো ৯৯ ডলার। তবে আমাদের দেশে এই টিভি পাওয়া যাবে কিনা জানা যায়নি। যদি অনেক আগ্রহ থাকে তাহলে বিদেশ থেকে আনিয়ে নিতে পারেন। শত হলেও অ্যাপলের প্রডাক্ট!

Leave a Comment