নীল পাখি

নীল পাখি(Blue Bird) হল সিলিয়া গোত্রের মাঝারি মাপের পাখি। এরা আমেরিকার গায়ক পাখি হিসেবে পরিচিত। নীল পাখিদের ৩টি প্রজাতি রয়েছে। প্রাচ্যদেশে,পশ্চিমা দেশে এবং পর্বতে তাদের এই আলাদা আলাদা প্রজাতি বাস করে।


প্রাচ্যদেশে যে প্রজাতি রয়েছে তাদের নীল পালকের সাথে  বুকে বাদামি রঙের পালক রয়েছে যা তাদের নীল পালকের সাথে বৈপরীত্যে মিশ্রিত রয়েছে ।পশ্চিমা দেশের নীল পাখিদের বুকেও বাদামী রঙের মিশ্রন রয়েছে তবে প্রাচ্যদেশের নীল পাখি পশ্চিমা পাখিদের তুলনায় আকর্ষণীয় ।

এদের আরেক প্রজাতি স্বম্পূর্ণ নীল যারা পর্বতের উপরে থাকে।
নীল পাখি তাদের সুন্দর রঙ ও সুকণ্ঠের জন্য অতি প্রিয় সবার কাছে। তাদের গান অনেকটা “ছুর-লি, ছুর-লি” এমন শোনায়।

পর্বতের এই পাখিরা উত্তর আমেরিকার ৭০০০ ফুট উপরে থাকে।
এরা ৬.৫ থেকে ৮.৫ ইঞ্চি হয়ে থাকে। ওজনে ২৪ গ্রাম থেকে ৩১ গ্রাম।
নীল পাখি সচরাচর ছোট  ফল, পোকামাকড় এবং মাকড়সা উপরের থাকে এমন জীব খায়। এই জাতীয় পাখি অনেক উপরে বসে কোন বস্তু লক্ষ্য করে ছুঁ মেরে মাটি থেকে তা এক নিমিষে নিয়ে যেতে পারে।


বসন্ত ও গ্রীষ্ম ঋতুতে যখন তারা ছোটো থাকে তখন বাটি আকৃতির গোলাকার বাসা তৈরি করে। মহিলা পাখি ৪ থেকে ৫ টি ডিম পারে এবং ২ সপ্তাহ মত ডিমে তা দিয়ে বাচ্চা ফোটায়। বাচ্চারা বাবা মার তত্ত্বাবদানে বড় হয়।
নীল পাখি বছরে ২ বার বাচ্চা দেয়।অনেক বেশি ঠাণ্ডার সময় যখন উপরে খাদ্য দুর্লভ হয়ে উঠে তখন পর্বতের নীল পাখি নীচে নেমে আসে।
নীল পাখি খুব দুর্লভ নয় তবে গত শতাব্দীর তুলনায় বর্তমান শতাব্দীতে তাদের সংখ্যা অনেক কমে গেছে।
সচরাচর এরা ৬ থেকে ১০ বছর বেচে থাকে।

Leave a Comment