মজার খবর! এখন কীবোর্ড হিসেবে ব্যবহার করুন ‘কলা’!

আপনার কীবোর্ড নিয়ে আপনি বোরিং? পিএইচডি দুই ছাত্র এবার অদ্ভুত এক আবিস্কার করেছে যা আপনার অনলাইন লাইফকে দিতে পারে ভিন্নতার স্বাধ।

MaKey MaKey হলো একটি উদ্ভাবক কিট যা প্রতিদিন বিভিন্ন অবজেক্টকে টাচপ্যাডে পরিচিত করছে। এই প্রোজেক্ট শুরু করেছিল কিংস্টার, যার মূল্য ছিল ধরা হয়েছিল প্রায় ২৫,০০০$। এখনো প্রায় ১১ দিন বাকি অথচ ৩৫৮,৩৭৯ ডলার অলরেডি ফান্ডে যোগ হয়ে গেছে।

“আমরা বিশ্বাস করি সবাই ক্রিয়েটিভ এবং কল্পনাপ্রবন,” লিখেছেন ছাত্রদয় তাদের কিংস্টার পেজে। “আমরা বিশ্বাস করি ভবিষ্যত তৈরি করতে পারে সবাই এবং পরিবর্তনও করতে পারে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের লাইফকে মজাদার আর উপভোগ্য করে তুলতে কিটস আবিস্কার করে যাবো।”

ভিডিওটা দেখুন মজা লাগবেই। কলা, সিড়ি,পানি সহ অনেক কিছুকেই এই কিটসের মাধ্যমে কীবোর্ডের রুপ দেয়া হচ্ছে। আরো বিস্তারিত জানতে দেখুন এখানে।

 

একজন ব্যানানা ফোন তৈরি করেছিল, তবে এই ছাত্রদ্বয় একবিংশ শতাব্দীতে নিয়ে এসেছে ফলের তৈরি কীবোর্ড। এই খবরে আপনার মজা লাগছে না? আসলেই কি এমন কীবোর্ড দরকার?

জানান মন্তব্য করে।

 

1 thought on “মজার খবর! এখন কীবোর্ড হিসেবে ব্যবহার করুন ‘কলা’!”

Leave a Comment