অ্যাপল উঠে এলো ১৭তম স্থানে আমেরিকার বৃহৎ কোম্পানীর তালিকায়

সম্প্রতি অ্যাপল ২০১২ সালের জন্যে ফর্চুন ৫০০ লিস্ট এ সেরা ২০ এর মধ্যে নিজেদের স্থান স্বগৌরবে দখল করে নিয়েছে। আমেরিকার বৃহৎ কোম্পানীগুলোর মধ্যে বর্তমানে অ্যাপল এর অবস্থান ১৭ তম উক্ত তালিকায়, যেখানে গত বছর অ্যাপলের অবস্থান ছিল ৩৫ তম।

অ্যাপল ফর্চুন লিস্ট

অ্যাপল এর এই শক্তপোক্ত অবস্থানের পিছনে আইফোন আর আইপ্যাডের প্রচুর বিক্রি হওয়া দারুণ ভূমিকা রেখেছে, তাছাড়া অ্যাপল ম্যাক বিক্রির পরিমাণও ঈর্ষনীয় হারে বেড়েই চলেছে। সম্প্রতি নানা রকম সুযোগ-সুবিধা সম্পন্ন অ্যাপল পন্যর চাহিদা অন্যান্য প্রযুক্তি জায়ান্ট দের পন্যের তুলনায় বেশি। ভিন্ন ধারায় বিশ্বাসী অ্যাপল প্রচলিত রীতি থেকে ভিন্ন ধারায় চলার ফলাফল এটি।

চলতি বছরের এই পর্যন্ত ৩৫ মিলিয়ন আইফোন আর ১২ মিলিয়ন আইপ্যাড বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছেন অ্যাপলের বর্তমান সিইও টিম কুক। গত বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি থেকে এই বছরের শুরু থেকে এই পর্যন্ত বিক্রির পরিমাণ বেড়ে ১৫১%। অ্যাপল নিজেই তার নিজের রেকর্ডসমূহ ভেঙ্গে চলেছে বিক্রির পরিমাণ ঈর্ষনীয় হারে বেড়ে চলায়।

অ্যাপল অন্যতম প্রযুক্তি জায়ান্ট আইবিএম কে পিছনে ফেলেছে। আইবিএম আছে বৃহৎ কোম্পানীর তালিকায় ১৯তম স্থানে, এর পরেই আছে অন্যতম প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। এদের সবার থেকে এগিয়ে আছে এইচপি। তারা ধরে রেখেছে তালিকার ১০ম স্থান।

ফর্চুন ম্যাগাজিন প্রতি বছরই এমন বৃহৎ কোম্পানীগুলোর তালিকা তৈরী করে। চলতি বছর “ফর্চুন ৫০০ লিস্ট” এর ৫৮তম বছর। উল্লেখ্য ফর্চুন ম্যাগাজিন “টাইম ওয়ার্নার” এর একটি পাবলিকেশন।

Leave a Comment