ওয়ার্ডপ্রেস বাংলা ই-বুকঃ (৯০ পৃষ্ঠার পিডিএফ)

২০১২ সালের প্রথম দিকে আমি নতুন কিছু করার পরিকল্পনা হাতে নিলাম। বাংলাদেশে প্রযুক্তি ই-বুক গুলো হাতে গুনে ফেলা যায়। কারন এই দেশের মানুষ ব্লগকে যেভাবে গ্রহণ করেছে সেই ভাবে প্রফেশনাল বাংলা ব্লগিং এর ধারা শুরু করতে পারে নাই। আর ই-বুক বানালে কেউ আমাজান থেকে টাকা দিয়ে কিনবে না এটা সবাই জানে।

কিন্তু তাই বলে কি এ দেশে বাংলা টেক ই-বুক  আসবে না? আমার পরিকল্পনা এই বছরে অন্ততঃ ১২ টি বাংলা ই-বুক প্রকাশ করবো। বইয়ে ব্লগিং এর ধারার চেয়ে একটু ভিন্ন ধরনের লেখা লিখতে হয়। আর এই নিদের্শনা দিয়ে বাংলা ব্লগার আরিফুল ইসলাম শাওন ভাইকে অনুরোধ করলাম ওয়ার্ডপ্রেসের উপরে প্রাথমিক ব্যবহারকারীদে জন্য একটি বিস্তারিত ই-বুক লিখে দিতে।

ফ্রিল্যান্সারদের হাতে সময় থাকে না। তার পরেও সময় করতে হলো তাকে। অনেক বিস্তারিত লিখেছেন তিনি। যেখানে এক কথায় শেষ করে দেওয়া যায় সেখানে বিস্তারিত আলোচনা করেছেন । ওয়াডর্ডপ্রেসের উপরে এভাবে কথা বলতে দেখি নাই কাউকে। নতুন কেউ যদি বলেন, ওয়ার্ডপ্রেস শিখতে চাই। তার হাতে অনায়াসে বইটি ধরিয়ে দিতে পারেন। বইটির অনলাইন সংস্করণ টিউটোরিয়ালবিডিতে প্রকাশিত হয়েছ।

এক নজরে

ওয়ার্ডপ্রেস ই-বুক ডাউনলোড করুন এখান থেকে

(পোস্ট লেখকঃ টিউটোহোস্টের মাহবুব টিউটো)

2 thoughts on “ওয়ার্ডপ্রেস বাংলা ই-বুকঃ (৯০ পৃষ্ঠার পিডিএফ)”

  1. Lovely writing style, 2 thumbs up for the educated writer. This one page goes into some details, but really what is not talked about is the quality factor. To be honest, it is reasonable, are we going to go with this direction in most article/s? we must be a lot more positive in regards to this. This cannot be a joke but in a sense it comes out to be. Let us keep this a lot more serious and to the point in the future time.

Leave a Comment