ওয়েব সাইটের জন্য কিছু অটো কমপ্লেশন টুলস বা স্ক্রিপ্ট

এখন এই পোস্টে আপনারা কিছু অটো কমপ্লেশন স্ক্রিপ্ট পাবেন যা আপনার সাইটের ব্যবহারকারীর জন্য গতি বয়ে আনবে। অটো কমপ্লেশন বা সাজেশন স্ক্রিপ্ট খুবই গুরুত্বপূর্ণ যখন ভিজিটর অনলাইন ফর্ম পূরণ করে। এটা অবশ্যই অনেক কাজে দেয় যখন আপনার ভিজিটর দেশ,মুদ্রা অথবা এমন কোন বড় টেক্সট যা লিস্টে থাকলে কাজটি অনেক তাড়াতাড়ি  হয়।

আশা করি এই অটো কমপ্লেশন স্ক্রিপ্টগুলো আপনার এবং আপনার ভিজিটরের অনেক উপকারে আসবে।

Search suggestion

Apple.com স্টাইলে সার্চ সাজেশন দিবে এই স্ক্রিপ্ট।

 

 

YUI 2: AutoComplete

এটা আপনার টেক্সটের সাজেশন দেখাবে এবং ফাংশনালি কমপ্লেশন করবে।


AutoCompleter, Demo

এটার অনেক রকম ফিচার রয়েছে। local, JSON or XML বিভিন্ন রকমের ইউজার ইন্টারফেস রয়েছে,কাস্টম ফরম্যাটিং, মাল্টিপল সিলেকশন, এ্যানিমেশন সহ আরও অনেক কিছু!

 

 

AutoComplete 1.2 Scriptaculous

Prototype/Scriptaculous বেজড সাজেশন টুল।

Mootools Autocompleter

এটা বেশ হালকা একটি প্লাগ-ইন। এটা টেক্সট ইনপুটের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।

New component (auto_complete) in prototype UI

এটা পুরোপুরি HTML কোড দিয়ে তৈরি করা হয়েছে।

Yet Another AutoComplete Script (YAACS)

এটাও বেশ কাজের স্ক্রিপ্ট। ব্যবহার করেই জেনে নিন বাকিটুকু।

AutoSuggest jQuery Plugin

এটা বেশ হালকা jQuery প্লাগ-ইন যা অটো কমপ্লিট করতে অনেক সাহায্য করবে।

 

এবার আপনার পছন্দেরটি এগুলো থেকে বেছে নিন।

Enjoy!!

Leave a Comment