ধীরগতির ইন্টারনেট কানেকশনের কম্পিউটারের জন্য টিপস

আপনার কম্পিউটারের ইন্টারনেট কানেকশন যদি খুব স্লো হয় তাহলে কি করবেন?

  • Mozilla Firefox
  • Opera
  • MS Internet Explorer 7

এর কিছু টিপসএর মাধ্যমে আপনি কিছু সুবিধা পাবেন যার মাধ্যমে ৭০% পর্যন্ত গতি বাড়ানো সম্ভব।

Opera তে

Opera ব্রউজারের View –> Images –> Cached Images সিলেক্ট করে আপনার কম্পিউটারের ব্রাউজারের ক্যাশ এ ছবিগুলো জমা রাখতে পারেন।
null

Mozilla Firefox এ

এখান থেকে মজিলার অ্যাড অনটি ডাউনলোড করুন এবং সেট আপ করুন। ছোট একটি আইকন দেখতে পাবেন status বারে। ডানবাটন চাপলে

– don’t load images;
– load cached images only;
– load images for the originating Web site only;
– load all images.

দেখতে পাবেন

load cached images only সিলেক্ট করে ক্যাশের সুবিধা পাবেন।

Internet Explorer (IE 7):

Internet Explorer এর Tools –> Pop-up Blocker –> Turn on Pop-up Blocker এ ক্লিক করুন।
High সিলেক্ট করুন।
আবার Tools –> Internet Options –> Privacy –> Pop-up Blocker –> Settings –> Set it to HIGH
এরকম ছবি আসবে-

এভাবে ব্রাউজার সেট করলে ধীরগতির ইন্টারনেট কানেকশনের কম্পিউটারে সুবিধা পাবেন। প্রয়োজনে মতামত দিন।

5 thoughts on “ধীরগতির ইন্টারনেট কানেকশনের কম্পিউটারের জন্য টিপস”

Leave a Comment