সাধ্যের মধ্যে সেরা হোস্টিং (পর্ব-৩)

আগের পর্বগুলোতে টিউটোহোস্টের বেসিক আর ইকোনমী প্যাকেজ নিয়ে আলোচনা করা হয়েছে, এই পর্বে আলোচনা করা হবে সিলভার প্যাকেজটি নিয়ে।

টিউটোহোস্টের সিলভার প্যাকেজে আপনি ওয়েবস্পেস পাচ্ছেন সর্বমোট ৩ গিগাবাইট এবং মাসিক ব্যান্ডউইথ পাচ্ছেন ২০ গিগাবাইট। সবচেয়ে আকর্ষণীয় ফিচার হচ্ছে আপনি এতে আনলিমিটেড ডোমেইন হোস্ট করতে পারবেন। অর্থাৎ আপনি যত খুশি ততোটি ডোমেইন ব্যবহার করতে পারবেন। তবে যারা কমিউনিটি বা বেশ ভালো ইউজার সমৃদ্ধ সাইট মেইনটেইন করেন তারা চিন্তাভাবনা করেই ডোমেইন হোস্ট করবেন। এমন কিছু করবেন না যাতে করে আপনার মাসিক যে নির্দিষ্ট ব্যান্ডউইথ আছে তা শেষ হয়ে সবগুলো সাইট সাময়িক ভাবে ডাউন থাকে। এদিকটাতে একটু খেয়াল রাখবেন।

প্রধাণ ডোমেইন অসংখ্য পাওয়ার পাশাপাশি আপনি সাবডোমেইনও পাচ্ছেন অসংখ্য। এক্ষেত্রেও ব্যান্ডউইথ এর ব্যাপারটা মাথায় রাখতে হবে সকলের। সিলভার প্যাকেজে আপনি আনলিমিটেড ডাটাবেইজ তৈরী করতে পারবেন। অসংখ্য ইমেইল একাউন্ট খোলারও সুযোগ রয়েছে। এফটিপি একটি ওয়ান্টেড ফিচার, আপনি আনলিমিটেড এফটিপি একাউন্ট ও তৈরী করতে পারবেন। সিপ্যানেল রয়েছে টিউটোহোস্টের সিলভার প্যাকেজে। ডেমো দেখতে চাইলে এখানে ক্লিক করুন।

তাছাড়া টিউটোহোস্ট দিচ্ছে সার্বক্ষণিক সাপোর্ট, আপনার যেকোনো সহায়তায় ফ্রি সাপোর্ট দেয়া হবে আপনাকে। ৩০ দিনের মানি ব্যাক গ্যারান্টি তো থাকছেই। টিউটোহোস্ট এর একজন ব্যবহারকারী হিসেবে আমি নিজে সন্তুষ্ট। মাঝারি ধরণের ওয়েবসাইটের জন্যে সিলভার প্যাকেজটি যুতসই… এই প্যাকেজটির জন্যে প্রতিবছরের খরচ পড়বে ৩০০০টাকা। প্যাকেজটি অর্ডার করতে এখানে ক্লিক করুন

 

Leave a Comment