প্লাজমা টিভি কি মারা গেল?

প্যানাসনিকের অন্যতম একটি টিভি ম্যানুফ্যাকচারার হলো চ্যাম্পিয়ন প্লাজমা টিভি, যা এখন বিতর্কের সৃষ্টি করেছে। এই কোম্পানী চলতি বছরে প্রায় ১০ বিলিয়ন ডলার লসের সম্মুখিন হয়েছে যার অন্যতম একটি কারণ হলো প্লাজমা টিভি ক্যাটাগরি।

কোম্পানী যা আশা করেছিল তার মাত্র ৫৯% বিক্রি হয়েছিল প্লাজমা টিভি।

“প্লাজমা টিভি টেকনলজি হলো গ্রেট আর তাই বেশি ভোগান্তি হয়েছে” বললেন Raymond Soneira, president of DisplayMate,  ডিসপ্লে এনালাইসিস কোম্পানি। ” LCD থেকে বেশি এডভানটেজ এটা তবে কিছু গুরুত্বপূর্ণ ডিসএডভান্টেজও রয়েছে”।

আরেকটি ভাল দিক হলো প্লাজমা ডার্কার ব্ল্যাকগুলো বেশ ভালভাবে তৈরি করতে পারে, ভিউইং এংগ্যালও বেশ ভাল আর কালার ও অনেক ভাল তৈরি করতে পারে। তিনি আরো বলেন, যাইহোক, LCD আরো বেশি উজ্জ্বল যা আলোকিত রুমে হয়তো মানানসই।

বতমানে মানুষ টিভি কিনে অনেক কিছু বিবেচনা করে। তাই সাধারনত HDTV কিনার পাশাপাশি 3D টেকনলজিও খুজে থাকে। এমনকি প্যানাসনিক LCD নাম্বার যা আশা করা হয়েছিল তার থেকে ৩০% কম হয়েছে, আর টিভি মার্কেট সাইজ আস্তে আস্তে কমতে শুরু করেছে সেই ২০০৯ সাল থেকে কনজিউমার ইকেট্রনিক্স এর জরিপ অনুযায়ী। আর এত সব কারনেই প্লাজমা টিভি মার খেয়ে গেল।

LCD টেকনলজি ইতঃমধ্যে অনেক ইম্প্রুভ হয়েছে, প্লাজমা ডিসপ্লেতেও স্বাভাবিক এডভানটেজ রয়েছে, তারপরেও প্লাজমা টেকনলজি মার খেয়ে যাচ্ছে।

আপনার কি মনে হয় প্লাজমা টিভি টিকে থাকবে? মন্তব্য করে জানান।

Leave a Comment