“আনডেলা” ব্যবহার করে ডিলেট হওয়া ফাইল রিকভার করবেন যেভাবে।

হইত কোন ভুল বশত আপনার কিছু গুরূত্বপূর্ণ ফাইল ডিলেট করে ফেলেছেন আবার রিসাইকল বিনও খালি করে ফেলেছেন। ফাইলগুলো আপনার দরকার! কিভাবে এই ফাইলগুলো রিকভার করবেন? অনেকে হয়তো জানেন কিভাবে করবেন এবং কিন্তু অনেকে হয়তো জানেন না। যারা জানেন না তাদের আশা করি কাজে লাগবে পোস্টটি। মুছে যাওয়া ফাইল রিকভার করার অনেক সফটওয়্যার রয়েছে। তবে আমার কাছে “আনডেলা” নামক এই সফটওয়্যারটি ব্যবহার করা অনেক অনেক সহজ লেগেছে। খুব ছোট সাইজের একটি সফটওয়্যার এবং খুব সহজে রানও হয় পিসিতে।

যেভাবে কাজ করবেন আনডেলা দিয়ে-
ধাপ ১ : প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন এই লিঙ্ক থেকে। এবং ইন্সটল করুন।

ধাপ ২ : সফটওয়্যারটি ওপেন করে বাম পাসের লিস্টের my computer এর যে কোন ড্রাইভ নির্ধারণ করে scan করুন। আপনার কাঙ্খিত মুছে যাওয়া ফাইল এর বাটনে ছেক দিয়ে recover এ ক্লিক করুন।


(আপনি যদি নির্দিষ্ট কোন ফরমেটের ফাইল খুজে থাকেন সেক্ষেত্রে শুধু তা নির্দিষ্ট করে খুজতে পারবেন। এজন্য উপরের মেনুবার থেকে file>option এ গিয়ে আপনার কাঙ্খিত ফাইল এ চেক দিতে হবে। যেমন-JPEG ফাইল হলে তার আগে চেক দিয়ে নির্ধারন করে দিতে হবে।)
ধাপ ৩ : রিকভার করা ফাইলটি কোথায় সংরক্ষণ করবেন তা নির্ধারণ করে দিন। এবং ok বাটনে ক্লিক করুন।


নির্ধারিত ড্রাইভে গিয়ে দেখেন রিকভারকৃত ফাইলটি সংরক্ষিত হয়েছে।

Leave a Comment