সার্চ রেজাল্টেও ইফেক্ট করে ম্যালওয়্যার… অতঃপর গুগলের নতুন সংযোজন

আমরা সকলেই জানি ম্যালওয়্যার বা ভাইরাস তৈরি করা হয় সাধারণত বিশেষ কিছু কাজ করার জন্যে এবং কম্পিউটারের আচার-আচরণে পরিবর্তন ও বাধা প্রদান করতে। কিছুদিন আগে গুগল নতুন কিছু ম্যালওয়্যার স্পট করেছে যেগুলো ব্যবহারকারীর সার্চ প্যাটার্নে পরিবর্তন আনতে সক্ষম এবং ভিক্টিমের পিসি ব্যবহার করে প্রক্সির মাধ্যমে ফেইক ট্রাফিক পাঠাতে সম্ভব। আর আক্রান্ত ব্যক্তি টেরও পাবেন না তার অগোচরে তারই পিসি ইউজ করে কিরকম কর্মকাণ্ড হয়ে যাচ্ছে। তবে যদি শক্তিশালী ফায়ারওয়াল সহ ইন্টারনেট সিকিউরিটি এন্টিভাইরাস ব্যবহার করা হয় তবে এথেকে পরিত্রাণ পাওয়া গেলেও যেতে পারে, তবে শত ভাগ নিশ্চয়তা দেয়া সম্ভব না…

গুগল তাদের নিজস্ব ব্লগে জানিয়েছে যে এখন থেকে গুগল এসব ম্যালওয়্যারকে চিহ্নিত করতে পারবে এবং আক্রান্ত পিসি থেকে গুগলে সার্চ করতে গেলে নতুন ওয়ার্নিং মেসেজ প্রদর্শিত হবে। ওয়ার্নিং মেসেজটা দেখতে অনেকটা নিম্নরূপ হবে:

সার্চ ইঞ্জিন ম্যালওয়্যার

গুগলের অফিশিয়াল এনাউন্সমেন্ট থেকে কিছু অংশ নিম্নে তুলে ধরা হলোঃ

“This particular malware causes infected computers to send traffic to Google through a small number of intermediary servers called “proxies.” We hope that by taking steps to notify users whose traffic is coming through these proxies, we can help them update their antivirus software and remove the infections.”

সার্চ রেজাল্টে ইফেক্ট করে এমন ম্যালওয়্যারের কথা এই প্রথমবারের মত শুনলাম আমি, তবুও সাবধানের মার নেই। যতটা পারেন সাবধান থাকুন, লেটেস্ট আপডেটসহ এন্টিভাইরাস ব্যবহার করুন। আর কেউ যদি এমন গুগল থেকে এমন ওয়ার্নিং মেসেজ পেয়ে থাকেন তবে অনুগ্রহপূর্বক কমেন্টে জানানোর জন্যে অনুরোধ রইল।

Leave a Comment