কেন আপনি মজিলা ফায়ার ফক্স ব্যবহার করবেন? পর্ব-দুইঃ নিরাপত্তা

মজিলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার তেমন সুযোগ নেই। নিরাপত্তার জন্য দুইটি ট্রিক্স জানুন।

প্রাইভেট ব্রাউজ করুন মজিলাতে গোপনীয়তা রক্ষা করে!

আমরা যারা ব্রাউজ করি তাদের জন্য বলছি, আপনারা কি জানেন ব্রাউজ করার পরে আপনার এমন কিছু জিনিস থেকে যাচ্ছে যা থেকে আপনার গোপনীয়তা নষ্ট হচ্ছে? এর থেকে আপনার অনেক কিছুই ট্রেস করা সম্ভব।

আপনি ব্রাউজ করার পর browsing history, cookies এবং data সেভ হয়ে থাকছে যা আপনার নিরাপত্তার জন্য ক্ষতিকারক হতে পারে। আর এসব থেকে মুক্তি দিতে আছে মজিলা। যারা মজিলা ব্যবহার করেন তারা এ সুবিধাটা ভোগ করতে পারবেন। আপনি মজিলার Private Browsing mode এনাবল করে দিয়ে যদি ব্রাউজিং করেন তখন আপনাকে ট্রেস করার মত কোন কিছুই থাকবে না কারন পিছনের সব ডেটা মুছে যাবে।

যেভাবে করবেনঃ

প্রথমে মজিলার সর্বশেষ ভার্শন ইন্সটল করে নিন।

Tools menu ওপেন করুন।
Start Private Browsing এ ক্লিক করুন। অথবা Shift + Control + P চাপুন।


এরপর কনফার্ম করুন।

ব্যস হয়ে গেল। এখন যত খুশী ব্রাউজ করুন কিছুই কেউ খুজে পাবে না।
আর এটা বন্ধ করতে একইভাবে Tools menu>End Private Browsing।

মাস্টার পাসওয়ার্ডঃ

ব্রাউজারে পাসওয়ার্ড সেভ করে রাখা কতটা ভয়ংকর হতে পারে তা আমার আগের অনেক পোস্টেই বলেছি। সোজা কথা ব্রাউজারে সেভ করা পাসওয়ার্ড এক তুড়িতেই হাতিয়ে নেয়া সম্ভব!
তাহলে উপায়? হ্যা উপায় আছে। উপায় হলো মজিলা ফায়ার ফক্স ব্যবহার করা। মজিলাতে আপনি যদি মাস্টার পাসওয়ার্ড ব্যবহার করেন তাহলে কোন ভয় ছাড়াই পাসওয়ার্ড সেভ রাখতে পারেন।:) কিভাবে মাস্টার পাসওয়ার্ড দিবেন?
“Tools -> Options -> Security / Passwords -> Use a master password কাজ শেষ!:)

আগের পর্ব দেখুন এখানে

Leave a Comment