মোবাইল অপারেটিং সিস্টেম যুদ্ধে যোগ দিতে যাচ্ছে মজিলা

ভবিষ্যতের প্রযুক্তি হাতের মুঠোয় চলে আসছে আর তাই মোবাইল অপারেটিং সিস্টেমের উপরে নির্ভর করছে অনেক ইন্টারনেটের অনেক অংশই। এপলের আইফোনের রাজত্বে বড় ধরনের আঘাত হেনেছে গুগলের এন্ড্রয়েড চালিত বিভিন্ন স্মার্টফোন। আর উইনডোজ ফোন এবং উইনডোজ ৮ আসার সাথে সাথে আরেকধাপ পরিবর্তন আসবে মোবাইল অপারিটিং সিস্টেম জগতের। তাছাড়া এইচপিও ওপেন সোর্স অপারিটিং সিস্টেম বানাতে এগিয়ে এসেছে।

বড় বড় মহাজনী প্রতিষ্ঠানগুলোর মাঝে মজিলা তার ব্রাউজারের অবস্থান ধরে রাখতে পারবে কিনা এবেপারে চিন্তা থেকেই হয়তো মজিলা ওপেনসোর্স অপারেটিং সিস্টেম বানানোর বেপারে আগ্রহী হয়ে উঠেছে।

গুগল এবং এপলের উন্নতিকে “threat to the open Web” বলে আক্ষায়িত করেছে মজিলার ভাইস প্রেসিডেন্ট জুলিভান। তিনি আরো বলেন,

“give developers freedom without gatekeepers. We think it’s inevitable that there will be an open alternative to these closed ecosystems.”

Leave a Comment