ওয়েব সাইটের স্পিড টেস্ট করার জন্য ফ্রী অনলাইন টুলস(পার্ট-২)

আগের পোস্ট দেখুন এখানে।

এখন সবাই সব কিছু তাড়াতাড়ি চায়। ওয়েব সাইট যদি ধীর গতি হয় তাহলে ভিজিটর ধরে রাখা যায় না। তাই আপনার সাইটের স্পিড কেমন তা জানা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনার সাইটের স্পিড টেস্ট করার জন্য এখানে কিছু ফ্রী টুলস শেয়ার করা হলো।

টিপসঃ ভিন্ন ভিন্ন টুলস দিয়ে স্পিড টেস্ট করে আপনার সাইট যাচাই করা বুদ্ধিমানের কাজ হবে। তাহলে সাইটের স্পিড সম্পর্কে ভাল আইডিয়া পাবেন।

6. Web Page Analyzer

Website speed testing tool: Web Page Analyzer

 

এই টুল সম্ভবত সব চেয়ে পুরাতন টুল স্পিড চেক করার জন্য। এটার প্রথম ভার্শন বের হয়েছিল ২০০৩ সালে। স্পিড বিশ্লেষণ ছাড়াও এটা স্পিড বাড়ানর টিপসও জানিয়ে দিবে।

7. Show Slow

Website speed testing tool: Show Slow

 

এই ওয়েব বেজড ওপেন সোর্স সার্ভার এপস তিনটি জনপ্রিয় টুলসঃ YSlow, Page Speed এবং dynaTrace দিয়ে টেস্ট করে। এই টুল ব্যবহার করতে হলে রেজিস্ট্রেশন করতে হবে।

8. Site-Perf

Site-Perf

 

এই টুল আপনার সাইটের প্রয়োজনিয় তথ্য জানিয়ে দিবে। বোনাস ফিচার হলো HTTP কানেকশনে কেমন স্পিড হবে তাও টেস্ট করে দিবে।

9. Load Impact

Website speed testing tool: Load Impact

 

এটা আপনার সাইটের ট্রাফিক হ্যান্ডেল করার ক্ষমতা গ্রাফের মাধ্যমে জানিয়ে দিবে। এটার মাধ্যমে আপনার সাইট কতটা রিকুয়েস্ট নেয়ার ক্ষমতা রাখে তা জানাবে।

10. OctaGate SiteTimer

Website speed testing tool: OctaGate SiteTimer

এটা এমন একটা টুল যেখানে আপনি শুধু আপনার সাইটের লিংক দিয়ে দিবেন। বাকি সব তথ্য গ্রাফের মাধ্যমে জানিয়ে দিবে।

 

 

 

Leave a Comment